শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

জীবনের শেষ সুন্নতের উপর আমলের পিপাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

বলছিলাম হজরত মাওলানা ঈসা রাহিমাহুল্লাহু তায়ালার কথা। উপরে বলা হয়েছে তিনি পেনশন নেওয়ার জন্য ইলাহবাদে আসতেন। একবারের ঘটনা। হজরত কারি হাবিব আহমাদ রাহিমাহুল্লাহু তায়ালাকে উদ্দেশ্য করে বলতেছেন, ‘কারি সাহেব! নিজের ক্ষমতা ও ইচ্ছার মাধ্যমে জীবনের যেসব সুন্নত পালন করার সুযোগ ছিলো আলহামদুলিল্লাহ সেগুলোর উপর আল্লাহ তায়ালা আমল করার সুযোগ করে দিয়েছেন।

গুরুত্বের সাথেই জীবনভর আমল করে আসছি। কিন্তু একটি সুন্নত আছে যেখানে আমার ক্ষমতা ও ইচ্ছার কোনো দখল নেই। আমার মনটা চায় সেটির উপর আমল করতে। কিন্তু সেটি আমার ক্ষমতার বাইরের সুন্নত।

সেই সুন্নতটি হলো, হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমারও ইচ্ছা উক্ত সুন্নতের উপরে আমল হোক। কিন্তু এটি তো আমার ক্ষমতা অধীন নয়। কিন্তু আল্লাহ তায়ালার জন্য এটি কঠিন কিছু না। তিনি চাইলে উক্ত সুন্নতের উপর আমাকে আমল করাতে পারেন।’

বর্ণনাকারী বলেন, পরবর্তীতে হজরতের প্যারালাইসিস রোগ দেখা দিয়েছিলো। থেমে থেমেই রোগটি ভেসে ওঠতো। অবশেষে উক্ত রোগেই নিজের আশা আকাক্সক্ষা অনুযায়ী ৬৩ বছর বয়সে তিনি পরকালে পাড়ি জমান। একজন সত্যিকারের সুন্নতপ্রেমীর মনে যে পিপাসা ছিলো আল্লাহ তায়ালা সেটিকে নিবারণ করেছেন। তাঁর মনের আশাকে পূর্ণ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ