শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

হারামাইনে এবছর তারাবি-তাহাজ্জুদ পড়াবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে রমজানে তারাবি, বিতর ও তাহাজ্জুদ পড়াবেন ৬ ইমাম। এছাড়া মদিনার মসজিদে নববীতে রমজানে ইমামতিও করবেন তারা।

পবিত্র দু্ই মসজিদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তারাবির ইমামদের তালিকা প্রকাশ করা হয়েছে। পরিচালনা পর্ষদের শিডিউল মেনে রমজান জুড়ে নামাজ পড়াবেন এ ছয় জন এই ইমাম।

মসজিদে হারামে খতম তারাবি ও তাহাজ্জুদ নামাজের জন্য নির্ধারিত ৬ ইমাম হলেন-শায়খ আব্দুর রহমান সুদাইস, শায়খ ইয়াসির দাওসারি, শায়খ আবদুল্লাহ জুহানি, শায়খ মাহের মুআইকিলি এবং শায়খ বান্দার বালিলা।

এদিকে মসজিদে নববীতে খতম তারাবি ও তাহাজ্জুদ নামাজের জন্য নির্ধারিত ৬ ইমাম হলেন- শায়খ আব্দুল্লাহ বুআইজান, শায়খ আলী হুজাইফি, আহমাদ বিন তালেব হামিদ, শায়খ আব্দুল মুহসিন কাসিম, শায়খ খালেদ মুহান্না, শায়খ সালাহ আল-বুদাইর।

প্রতিবছর ২০-২২ লাখ মানুষ হজ পালন করেন এবং প্রায় ১ কোটি মানুষ মক্কা শরিফে গিয়ে পবিত্র ওমরা পালন করেন। পবিত্র রমজান ওমরা পালনের পাশাপাশি মসজিদুল হারামে প্রায় ১৫-১৬ লাখ মানুষ ইতেকাফ করেন। তারা পুরো রমজান মাস ইবাদত-বন্দেগিতে কাটান।

রমজান মাসে তারাবির পাশাপাশি রাতের তাহাজ্জুদ নামাজ রমজান মাসের অন্যতম আমল। তাই সৌদিসহ ওমরা পালনকারীদের মাঝে তারাবির ইমামদের বিষয়ে আগ্রহ থাকে। রমজান শুরু হওয়ার আগেই কারা ইমামতির দায়িত্ব পালন করবেন তা জানিয়ে দেয় হারামাইন কর্তৃপক্ষ।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ