শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

খেলাফে সুন্নত আমলকারি বুজুর্গ হয় কীভাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রাহিমাহুল্লাহু তায়ালা। ইন্ডিয়ার গাঙ্গুহ শহরের অধিবাসী ছিলেন। হজরত থানবি রাহিমাহুল্লাহু তায়ালা বলতেন, ‘তিনি চিশতিয়া তরিকার অনেক বড়ো আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তাঁর কোনো লিখনী শরিয়তের অনুসরণ-অনুকরণ ও তাকিদ থেকে মুক্ত নয়। যা কিছুই লেখেছেন সেখানে শরিয়তের অনুসরণ-অনুকরণ ও শরিয়তের আদেশ-নিষেধের যথাযথ পালনের প্রতি পরিপূর্ণ তাকিদ ছিলো। সুন্নত অনুসরণ-অনুকরণেও তিনি ছিলেন অনন্য। অগ্রজ।

একবারের ঘটনা, ‘হজরতের সামনে একজন আল্লাহওয়ালা বুজুর্গের আলোচনা হচ্ছিলো। যিনি শূন্যে উড়েউড়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারতেন। তখন ওই বুজুর্গের সাথে সাক্ষাত করার আগ্রহ হজরতের মধ্যে তীব্রভাবে দেখা দেয়।

তিনি তাঁর সান্নিধ্যে চলে যান। তখন ওই বুজুর্গ মাত্রই ইবাদতখানা থেকে বের হয়ে কোথাও চলে গিয়েছিলেন। তাঁকে না পেয়ে তাঁর ইবাদতখানা দেখার জন্য তিনি ভিতরে প্রবেশ করেন।

গিয়ে দেখেন ওই বুজুর্গের রুকু-সেজদার স্থানে হাত-পায়ের আঙ্গুলগুলোর ছাপ পড়ে আছে। কিন্তু ছাপের দ্বারা বুঝা যায়, তিনি সুন্নত তরিকায় রুকু-সেজদা করেননি। তখন তিনি মন্তব্য করেন, ‘যে ব্যক্তি সুন্নতের খেলাফ কাজ করে সে আবার কেমন বুজুর্গ? কোথাও উড়েউড়ে যাওয়া এটি মানুষের আহামরি কোনো কিছু অর্জন করে ফেলা নয়।’

এই বলে তিনি ওই বুজুর্গের সাথে দেখা না করেই ফিরে আসেন।

সূত্র: তাজকিরায়ে আকাবিরে গাঙ্গুহ: খ. ১, পৃ. ১৫৩

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ