শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭


চাঁদপুরে জব্দ ৩ হাজার কেজি ইলিশ পেলো এতিম ও দুস্থরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। এই মাছ এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (১০ মার্চ ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করছেন কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে চাঁদপুর কোস্ট গার্ডের স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের উত্তর মতলব উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনটি ফাইটার বোট তল্লাশি করে ৩০০০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খন্দকার মুনিফ তকি বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদরাসা, এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ