শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

‘সম্পদের মোহ’ এর একটি ভয়ংকর চিত্র: মুফতি রফি উসমানি রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। সম্পদের মোহের ব্যাপারে একটি বিষয় বলতে চাই। আমদের মাদরাসার ছাত্রদের একটি বড় অংশের দায়িত্ব মাদরাসার পক্ষ থেকে পালন করা হয়।

তাদের যাবতীয় খরচাদি মাদরাসা কর্তৃপক্ষ বহন করে। এগুলো যাকাত- সদকার ফান্ড থেকে করা হয়। যারা প্রকৃতি অর্থেই যাকাত খাওয়ার উপযুক্ত তাদের জন্য এটা হালাল। কিন্তু যেসব ছাত্র যাকাত খাওয়ার উপযুক্ত না তাদের জন্য এই সম্পদ হারাম।

আমাদের মাদরাসাগুলোতে আরেকটি দৃশ্য দেখা যায়, যারা যাকাতের সম্পদ খেতে খেতে অভ্যস্ত হয়ে পড়ে তারা পরবর্তী সময়ে যখন সম্পদশালী হয় এবং যাকাতের সম্পদ খাওয়ার আর উপযোগী থাকে না তখনও এই সম্পদের প্রতি লালায়িত থাকে। তালিবুল ইসলামের এই প্রবণতা থেকে বাঁচা খুবই জরুরি।

আব্বাজান রহ. এর মুখ থেকে এই হাদিসটি শুনেছি। রাসূল সা.বলেন, যাকাতের সম্পদ যখন অন্য সম্পদের সঙ্গে মিলে তখেই সেই সম্পদকে ধ্বংস করে দেয়।’

আব্বাজান রহ. এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এর দুটি পদ্ধতি। একটি হলো কারও ওপর যাকাত ফরজ ছিল কিন্তু সেই ব্যক্তি যাকাত আদায় করেনি। তখন যাকাতের ওই সম্পদ অন্য সম্পদের সঙ্গে মিশে তাকে ধ্বংস করে দেবে। তার ওপর নানা রোগ-বালাই, মসিবত আসতে থাকবে যাতে লাখো টাকা খরচ হয়ে যাবে।

আরেকটি পদ্ধতি হলো, কারো কাছে এই পরিমাণ সম্পদ আছে যার কারণে তার যাকাত খাওয়া জায়েজ নেই। কিন্তু লোভের কারলেণ সেই ব্যক্তি যাকাতের সম্পদ নিলো এবং তা অন্য সম্পদের সঙ্গে মিলে ওই সম্পদকেও ধ্বংস করে দেবে। এজন্য সম্পদের লোভ থেকে সবার বেঁচে থাকা উচিত। সূত্র: খুতবাতে ফকীহুল ইসলাম

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ