রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

চীন রাশিয়াকে সমর্থন দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধবে : জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীন রাশিয়াকে সমর্থন দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার আশঙ্কার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইতালির পত্রিকা লা রিপাবলিকায় দেয়া সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানান তিনি।

জেলেনস্কি সোমবার চীনা সরকারের সাথে যোগাযোগ করেন। এবং দেশটিকে ইউক্রেনের বিরুদ্ধে ‘রাশিয়াকে কোনো ধরনের সহায়তা’ না করার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘আশা করছি বেইজিং সরকার বাস্তববাদী সিদ্ধান্ত নিবে। তা না হলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিতে পড়ব, এই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’

তিনি আরও বলেন, “চীনের সাথে ইউক্রেনের ‘সম্পর্ক খুব ভালো’। ‘সবার স্বার্থে’ এই সম্পর্ক নষ্ট করা যাবে না।”

এদিকে চীন রাশিয়ার বন্ধুপ্রতিম দেশ হলেও এখনো মস্কোকে কোনো সামরিক সহায়তা দেয়নি। তবে যুক্তরাষ্ট্র বলছে, চীন শিগগিরই অস্ত্র সরবরাহ করতে পারবে।

গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সিবিএস টেলিভিশনকে বলেন, চীন ‘রাশিয়াকে প্রাণঘাতী সমর্থন দিবে’।

এর মানে জানতে চাওয়া হলে তিনি জবাব দেন, ‘অস্ত্র, প্রাথমিকভাবে অস্ত্র।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো কয়েক দফা রাশিয়ার সাথে বৈঠক করায় কঠোর সমালোচনা করেন জেলেনস্কি। বলেন, ‘এই আলোচনা ফলপ্রসু হবে না। ম্যাঁক্রো সময় নষ্ট করছেন। আমি সমাপ্তি টেনে দিয়েছি যে কোনোভাবেই রাশিয়ার মনোভাব বদলানো যাবে না।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ