সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

জামিন পাননি মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় নেমে চট্টগ্রামের হাটহাজারিতে বিক্ষোভ করে সরকারি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কথিত মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঁঞা এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি গণমাধ্যমকে বলেন, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ভূমি অফিসের নাজিরের করা মামলায় জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় হাটহাজারীতে বিক্ষোভ মিছিল হয়। সেদিন শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে বিক্ষোভ শুরু হয়।

ওই সময় হাটহাজারী-খাগড়াছড়ি প্রধান সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। একই দিনে হাটহাজারী থানায় ও বিভিন্ন সরকারি স্থাপনায় কে বা কারা ভাঙচুর চালালে। সেদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন। এরপর ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগও বিচ্ছিন্ন থাকে।

এ ঘটনার পর ৩০ মার্চ রাতে পুলিশ চারটি এবং ভূমি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটিসহ ছয়টি মামলা হয়। এসব মামলায় কারও নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। ভূমি অফিসের মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ