রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

খাগড়াছড়িতে এ্যাম্বুলেন্সের চাপায় মেধাবী ছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী মাসাপ্রু মারমা(৭) লাশবাহী এ্যাম্বুলেন্সের চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত স্কুল ছাত্রীকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আজ(৩০জানুয়ারি) সকাল ৯টায় স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার মেয়ে মাসাপ্রু মারমা ২য় শ্রেণীর শিক্ষার্থী তার রোল নাম্বার ২। সে সকাল ৯ টায় গবামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসার পথে স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে লাশবাহী ঢাকা মেট্রো-ছ-৭১-১৬৮১ এ্যাম্বুলেন্সের নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে দ্রুত উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন মৃত্যু ঘোষণা করেন । লাশবাহী এ্যাম্বলেন্সটির চালক জনরোষ ঠেকাতে তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়।

প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, আমি অফিসে বসা অবস্থায় মাঠে স্কুলমুখী ছাত্রদের চিৎকার-চেচামেচি শুনে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ আর কালো পিচঢালা রাস্তা রক্তে একাকার! কিভাবে কি হলো বুঝে উঠতে পারেছি না।

এদিকে স্কুলের ছাত্রী নিহতের খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে আসেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন করেন। তিনি এ সময় জানান, লাশের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নিবে পুলিশ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ