সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সাহারানপুরের মাওলানা আকিল মাজাহিরির ইন্তেকালে বেফাকের শোক ও দোয়া স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান

চার জন সাহাবীর ভবিষ্যৎ পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহু তায়ালা আনহু। এটিও তাঁর আমলি উপদেশ। হজরত আবুজ জিনাদ রাহিমাহুল্লাহু তায়ালা থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন কাবার হিজ্র নামক স্থানে হজরত মুসয়াব বিন জুবায়ের, উরওয়া বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহু তায়ালা আনহুম একত্র হলেন। সকলেই বললো, তোমরা সকলেই নিজেদের আশা ব্যক্ত করো।

হজরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘আমি খেলাফতের পদ পাওয়ার আশা ব্যক্ত করছি।’ হজরত উরওয়া বিন জুবায়ের রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘আমি চাই আমার কাছ থেকে লোকেরা ইলম গ্রহণ করুক।’

হজরত মুসয়াব বিন জুবায়ের রাজিয়াল্লাহু তায়ালা বলেন, ‘আমি ইরাকের ক্ষমতা চাই। এবং আয়েশা বিনতে তালহা ও সুকাইনা বিনতে হুসাইন এই দুই জনকে একত্র করতে চাই।’

হজরত আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহু তায়ালা বলেন, ‘আমি মাগফিরাতের আশা করি।’ বর্ণনাকারী বলেন, তাঁদের প্রত্যেকে যা যা চেয়েছিলো তাঁরা সেগুলো পেয়েছে। আর হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহু তায়ালার চাওয়া? আশা করি তাঁকেও মাফ করে দেওয়া হয়েছে।

লেখক বলেন, এমন অনেক আশা ও চাওয়া রয়েছে মানুষদের অন্তরে। হজরত আব্দুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহু তায়ালা আনহু নিজের চাওয়া-পাওয়ার বিষয়টি দ্বারা দুনিয়ার হাকিকত বুঝাতে চেয়েছেন। যাতেকরে আমাদের প্রকৃত চাওয়া থাকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে মাফ পাওয়ার আশা। রসূত্র: মাওয়ায়িজে সাহাবা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ