শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে? মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ

ওমরা শেষে মদিনার সড়কে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমরা শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবের মদীনায় সড়ক দুর্ঘটনায় মো. তানভীর আহমেদ (২১) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে দেশটির স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুজ্জামান মিয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া তানভীর এগারসিন্দুর ইউনিয়নের খামা মাটির মসজিদ এলাকার বকুল মিয়ার ছেলে। তিনি সৌদি আরবের নভেলটি কোম্পানিতে প্রায় এক বছর ধরে চাকরি করছিলেন।

নূরুজ্জামান মিয়া বলেন, আমরা ইউএনও’র কাছে আবেদন করবো তানভীরের লাশ যাতে সরকার দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।

নিহত তানভীরের চাচতো ভাই মো. বেলাল আহমেদ জানান, ৫ লাখ টাকা খরচ করে বাবা মায়ের মুখে হাসি ফুটাতে সৌদি আরবে যান তানভীর। এখনো এক বছর তার চাকরির বয়স হয়নি। মাসিক বেতনে যা টাকা পেতেন তা দিয়ে কিছু ঋণ পরিশোধ করেছিলেন। রোববার ওমরা শেষে বাসায় ফেরার পথে মদীনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তানভীর। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তানভীরের পরিবার। পরিবারের দাবি, প্রিয় সন্তানের লাশ যেনো দ্রুতই দেশে আনার ব্যবস্থা করে দেয় সরকার।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী জানান, ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি খুবই মর্মাহত। তবে এখনো নিহতের পরিবারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা আসলে সরকারি নিয়ম অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ