রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

কুরআন সুন্নার আইন প্রতিষ্ঠা করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ॥ সাবেক মন্ত্রী খেলাফত মজলিশের আমীরে মজলিশ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ইসলামের বিধান হচ্ছে মানুষকে ভালবাসা। চেনো অথবা না চেনো সালাম দাও। সালাম দিলে মহব্বত বাড়ে। ইসলামের সাথে যাদের দুশমনি রয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করতে করো। যতই বাঁধা আসুক না কেনো কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠা করতে প্রয়োজনে বুকের রক্ত দিতে হবে।

বর্তমানে দেশে জাহেলিয়াতের যুগ চলছে। দেশে প্রতিনিয়িত খুন গুম হচ্ছে। তাই কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠা করতে খেলাফত মজলিশের নেতা কর্মী ছাড়া ও দেশের মানুষ একযোগে কাজ করতে হবে।

০৭ ডিসেম্বর বুধবার বিকালে স্থানীয় শহীদ মিনারে খেলাফত মজলিশ বানিয়াচং উপজেলা শাখা কতৃক আয়োজিত উলামা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উরোক্ত কথা গুলো বলেন। খেলাফত মজলিশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ আব্দুল মুকিত সালেহের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

খেলাফত মজলিশের নায়েবে আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ, যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন, সিলেট জেলা সভাপতি সৈয়দ মুশাহিদ আলী, সিলেটের সহকারী জোন পরিচালক প্রভাষক আব্দুল করিম, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব হোসাইন আহমদ নূরী চৌধরী ও সাধারন সম্পাদক এডভোকেট মোঃ ছারোয়ার রহমান চৌধুরী, খেলাফত মজলিশ নেতা মাওলানা আ.শ.ম. নজরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, শাহ মাওলানা খলিল আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা রিয়াদ আল আসাদ, মাওলানা বদরুল আলম আনছারী প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের অংশ গ্রহনে শহীদ মিনার এলাকা ছিল কানায় কানায় ভরপুর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ