শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আজ জমিয়তের কাউন্সিল, কী পরিবর্তন আসছে নেতৃত্বে? মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ

ফুল দোকানে একজন আবেদ যা চেয়েছিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত মাতার আল-ওররাক রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, হজরত হারিম বিন হাইয়ান রাহিমাহুল্লাহু তায়ালা হজরত হুমামা রাহিমাহুল্লাহু তায়ালার কাছে এক রাত যাপন করেন।

হজরত হুমামা রাহিমাহুল্লাহু তায়ালা পুরো রাত সকাল পর্যন্ত কান্না করে কাটিয়ে দিয়েছেন। সকাল হলে আমি তাঁর কাছে রাতের কান্নার কারণ জানতে চাই। উত্তরে তিনি বলেন, গতরাতে কেয়ামতের দিন তারকাগুলো খসে খসে পড়ে যাওয়ার দৃশ্যের কথা মনে পড়ে যায়, তাই আমি কান্না করেছি।

অন্য দিকে হজরত হুমামা রাহিমাহুল্লাহু তায়ালা হজরত হারিম বিন হাইয়ান রাহিমাহুল্লাহু তায়ালার কাছে এক রাত যাপন করেন। এই রাতে হজরত হারিম বিন হাইয়ান রাহিমাহুল্লাহু তায়ালা পুরো রাত সকাল পর্যন্ত কান্না করে কাটিয়েছেন। সকাল হলে, আমি তাঁর কাছে রাতের কান্নার কারণ জানতে চাই।

উত্তরে তিনি বলেন, গতরাতে হাশরের ময়দানে লোকজন কবর থেকে ওঠে আল্লাহ তায়ালার সামনে হাজির হওয়ার দৃশ্যটি চোখে ভেসে যায়, তাই আমি কান্না করেছি।

যখন সকাল হলো, তখন উভয়ে কামারের দোকানের দিকে পথ চলতে শুরু করলেন। কামররা হাপড়ে কীভাবে ফুঁ দেয় তা দেখার জন্য। তাঁরা দোকানে গিয়ে বসে যান।

কান্না শুরু করেন। অবশেষে তাঁরা হাপড়ের দৃশ্য দেখে জাহান্নাম থেকে পরিত্রানের আশ্রয় কামনা করেন। তারপর তাঁরা উভয়ে ফুল বিক্রেতার কাছে আসলেন। ফুল দোকানের সামনে দাঁড়ান। সেখানে দাঁড়িয়ে তাঁরা উভয়ে আল্লাহ তায়ালার কাছে জান্নাতের কামনা করেন। তারপর তাঁরা আল্লাহ তায়ালার কাছে আরো কিছু দোয়া করেন। দোয়া শেষ করে তাঁরা উভয়ে পৃথক হয়ে যান। সূত্র: আর-রিক্কাতু ওয়াল বুকা

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ