রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

মুরাদনগরে বিশ্বজয়ী ৪ হাফেজকে বর্ণাঢ্য সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তিন হাফেজ ও তাদের উস্তাদকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র উদ্যোগে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধিত হাফেজরা হলেন, বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ আন্তর্জাতিক হাফেজ ও ক্বারি শায়েখ নেসার আহমদ আন নাছিরী, কুয়েতে অনুষ্ঠিত ১১৭ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি আবু রাহাত, দুবাই অনুষ্ঠিত ১০৩ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি তরিকুল ইসলাম ও বাহারাইন, কুয়েত ও জর্দানে অনুষ্ঠিত ৯০ দেশের মধ্যে বিজয়ী হাফেজ ক্বারি সাইফুর রহমান ত্বকী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সংবর্ধিত হাফেজে কুরআনরা পবিত্র কুরআনুল কারিমের বিভিন্ন অংশ থেকে তেলাওয়াত করেন। অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ চার কুরআনে হাফেজের হাতে ফুল, ক্রেস্ট ও নগদ এক লাখ পঁচাত্তর হাজার টাকা তুলে দেন।

এছাড়া জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ সওকত আহম্মেদ তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাভারের মারকাযুত তারবিয়্যাহর মোহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মাদ ইসমাইল, চেয়ারম্যান আবুল খায়ের, ভিপি জাকির, গোলাম কিবরিয়া খোকন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। সঞ্চালনা করেন উপজেলা কওমি মাদরাসা ওলামা পরিষদের সভাপতি মুফতি দ্বীন মোহাম্মাদ আশরাফ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ