রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ

বরগুনায় মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার তালতলীতে বাড়ির পাশের পুকুর পাড়ে মারুফা আক্তার (১৫) নামের এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে প্রেমিকের বাড়িতে ওই মাদরাসা ছাত্রীকে রাখা হয়।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ছোটবগী ইউনিয়নের বেথিপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য এনায়েত পিয়াদা জানান, ওই এলাকার মৃত হানিফ হাওলাদারের মেয়ে মারুফার সঙ্গে পাশের ঠংপাড়া গ্রামের সুলতান পলানের ছেলে হৃদয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হৃদয় ও মারুফা ঠাংপাড়া এলাকায় একটি বাগানে দেখা করতে যায়। সেখান থেকে স্থানীয়রা তাদের আটক করে।

পরে উভয়কে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় প্রেমিক হৃদয়ের বাড়িতে নিয়ে যান। সেখানে তার চাচা সোনা মিয়া ও বড় ভাই সোলেমানের জিম্মায় মারুফাকে রাখা হয়। দুই পরিবার আলোচনা করে বিষয়টি সমাধানের কথা ছিল।

জানা গেছে, সকালে মারুফার ছোট বোন মারিয়া বাড়ির পুকুর পাড়ে ফুল গাছে পানি দেওয়ার জন্য যায়। এসময় বড় বোনকে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রেমিক হৃদয়কে আটক করে পুলিশ। এছাড়া হৃদয়ের চাচা সোনা মিয়া ও ভাই সোলেমান হোসেনসহ পরিবারের সবাই পলাতক।

নিহতের খালু আয়নাল হোসেন বলেন, শুক্রবার মারুফা-হৃদয়ের বিষয়ে সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু ওরা তাকে হত্যা করে বাড়ির পাশের পুকুর পাড়ে ফেলে যায়। আমরা এ হত্যার বিচার চাই।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডি টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনায় পাঠানো হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ