সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেট ভিত্তিক অপপ্রচার চলছে: শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে। বিভিন্নভাবে, বিভিন্ন দিক থেকে ইসলামের সৌন্দর্যকে কলুষিত করতে বিভিন্ন ছদ্মাবরণে কাজ চলছে। তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠার বিশাল কাজ কারো একার পক্ষে সম্ভব নয়।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এদেশে ইসলাম প্রতিষ্ঠার একটি ক্ষেত্র তৈরি করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ ৫১ বছরের অধিক সময় ধরে একটি স্বাধীন দেশ। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন সময়ই ইসলামের অনুকূলে ছিল না।

পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামের গণজাগরণ যখন অনিবার্য হয়ে উঠছে, তখনই ইসলামের অগ্রযাত্রা নস্যাৎে চক্রান্ত হচ্ছে। এমতাবস্থায় জাতির জাগ্রত বিবেক ওলামায়ে কেরামগণকে দায়িত্বশীল ভুমিকা নিয়ে কাজ করতে হবে।

আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম ও দায়িত্বশীলদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতী মোস্তফা কামাল, মুফতী জোবায়ের আব্দুল্লাহ, হাসিব আর রহমান।

মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ইসলামের একটি মীমাংসিত বিষয় নির্বাচন। এ মীমাংসিত বিষয়টি নিয়ে নতুনভাবে ফতোয়া দিয়ে ইসলাম থেকে মানুষকে দূরে রাখার চেষ্টায় আমরা খুশি হতে না পারলেও অপরাপর ইসলামবিরোধী শক্তিগুলো খুশি হয়েছে। কেননা তাদের ফতোয়ায় ইসলামের ক্ষতি হলেও তাদের কোন ক্ষতি হবে না। যারা ভোটের রাজনীতিতে ময়দানে আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ