রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

২টা কিডনিই নষ্ট হাবিলের, পাশে দাঁড়ালো হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুর ফুলকোচার ৩২ বছরের হাবিল ভাই। কাঁচপুর সিনহা গার্মেন্টসে ১২ হাজার টাকা বেতনের চাকুরী করতেন৷ হঠাৎই একদিন অসুস্থতা বোধ করায় ডাক্তার দেখান।

জানতে পারেন তার ২টা কিডনিই নষ্ট। এরপর শুরু হয় শ্যামলী সি কে ডি হসপিটালে চিকিৎসা! আস্তে, আস্তে গরু, ছাগল সহ জমি বিক্রি করে চিকিৎসার পেছনে ব্যয় করতে শুরু করেন। এখন হাতে অল্প কিছু টাকা ছাড়া আর কিছু বাকী নেই।

পরিবারটি হাফেজ্জী চ্যারেটিবেল সোসাইটির পরিচালক মুহাম্মাদ রাজ ভাই ও সাধারন সম্পাদক মাওলানা ইবরাহিম মিয়ার সাথে দেখা করেন। শুনান হৃদয়বিদারক কাহিনী! ভুক্তভোগীর বাবা কিডনি দিতে চেয়েছিলেন ম্যাচ না হওয়ায় তার বিবি তার নিজের একটি কিডনি দিতে রাজি হোন! কিন্তু প্রশ্ন আসে অপারেশন ও সব খরচ নিয়ে কত পরবে?? শ্যামলী সিকেডি হসপিটা জানায় প্রায় ৪ লক্ষ টাকা! অপারেশনের খরচ শুনে আকাশ ভেঙ্গে পরে পরিবারটির উপর!!

আলহামদুলিল্লাহ, আল্লাহতালা সব সহজ করে দিয়েছেন। এক আল্লাহ ওয়ালা বান্দার আর্থিক সাহায্যে পুরো খরচের দায়িত্ব নেয় প্রজেক্ট জান্নাতের খোঁজে, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (গভঃ রেজিষ্ট্রেশন নং 13789/2022)।

দীর্ঘদিন ডায়গনোসিসের খরচ চালিয়ে যায় সংস্থাটি। আল্লাহ চাইলে এই সোমবার পরিবারটির হয়ে সিকেডি হসপিটালে অর্থ জমা করবে সংস্থাটি!! অর্থ জমা হবার ১০/১৫ দিনের মধ্যেই অপারেশন হবে বলে জানিয়েছে হসপিটাল কতৃপক্ষ।

এভাবেই বছর ব্যাপী দুস্থ, অসহায়দের চিকিৎসা সেবা সহ চরাঞ্চল অসহায় মানুষদের মাঝে ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্য ঔষধ বিতরণে নিয়োজিত প্রজেক্ট ‘জান্নাতের খোঁজে, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (গভঃ রেজিষ্ট্রেশন নং 13789/2022)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ