সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক জুলাই আন্দোলনে কোনো ষড়যন্ত্র ছিল না: আলী আহসান জুনায়েদ ডেঙ্গুতে একদিনে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮ শেখ হাসিনার মামলায় ৪৯ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ এনসিপিকে নিবন্ধনে ইসির ইতিবাচক সাড়া : নাসীরুদ্দীন পাটওয়ারী উমাইয়া স্থাপত্যের নিদর্শন বহন করছে যে দুই ঐতিহাসিক মসজিদ জামায়াত জাতীয় বেঈমান, চরমোনাই ভণ্ড : এ্যানি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি

‘শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন এদেশের মুসলমানদের ছায়া’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন এদেশের মুসলমানদের ছায়া। তার শূন্যতায় আমরা হার হারে টের পাচ্ছি। বিদায়ের আগ মুহূর্ত যে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা হাটহাজারীতে সংঘটিত হয়েছিল সত্যিকারার্থে সেটা ছিল বেদনাদায়ক। ইতিহাস এ সকল অপরাধীকে কখনো ক্ষমা করবে না।

আজ রোববার (১৮সেপ্টেম্বর) বিকেল ৫ টায় যুব জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে ঢাকার পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে 'শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

যুব জমিয়ত বাংলাদেশ সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুসল্লী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আমীর আলী হাওলাদার।

আরো বক্তব্য রাখেন, পাক্ষিক সবার খবর সম্পাদক আবদুল গাফফার, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুহাইল আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মীম সালমান প্রমুখ।

সভায় বক্তারা আরো বলেন, নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনসহ সকল প্রকার দীন ও ঈমান রক্ষা আন্দোলনে তিনি ছিলেন সিপাহসালার। ২০১৩ সালে তার নেতৃত্বে শাপলা অভিমুখে যে ঐতিহাসিক লংমার্চ সংঘটিত হয়।তা ব্লগারদের নেতৃত্বে শাহবাগে গজিয়ে ওঠা আন্দোলনকে ম্লান করে দিয়েছিল।

মহীরূহের আদর্শের উপর চলার তৌফিক কামনা করে এবং মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ