রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব

রাসুল সা. এর নাতনি উমামা বিনতে আবিল আস রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আল নোমান।।

তিনি রাসুল সা. এর বড় কন্যা হজরত জয়নব রা. ও আবুল আস রা. এর ঔরসজাত ছিলেন। তিনি রাসুল সা. এর জীবদ্দশায় জন্মগ্রহণ করেছিলেন। রাসুল সা. তাঁকে খুব ভালোবাসতেন। সহিহ বুখারিতে এক বর্ণনায় এসেছে, একবার তাঁকে কাঁধে নিয়ে রাসুল সা. নামাজ আদায় করেন। সেজদার সময় নামিয়ে দেন এবং দাঁড়ানোর সময় আবার কাঁধে তুলে নেন।

একবার রাসুল সা. এর কাছে একটি হার হাদিয়া আসলে তিনি বললেন, আমার পরিবারের মাঝে যে আমার সবচেয়ে প্রিয় --আমি তাকে এই হারটি উপহার দিবো।

উম্মাহাতুল মুমিনিনরা ভাবলেন, হারটি হজরত আয়েশা রা. পাবেন। কিন্তু রাসুল সা. হারটি তাঁর প্রিয় নাতনী হজরত উমামা রা. এর গলায় পরিয়ে দেন। আরেক বর্ণণায় হারের বদলে আঙটির কথা উল্লেখ আছে। আর হাদিয়া দাতার নাম হিসেবে বাদশাহ নাজ্জাশির কথা উল্লেখ রয়েছে।

হজরত ফাতেমা রা. এর ইন্তেকালের পর আলী রা. উমামা রা. কে বিয়ে করেন। পরে আলী রা. শাহাদাতবরণ করলে হজরত মুগিরা বিন নওফল রা. এর সাথে তাঁর বিয়ে হয়।

মুগিরা রা. এর ঔরসে তাঁর ইয়াহইয়া নামে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তবে কারো মতে, মুগিরা থেকে তাঁর কোনো সন্তান হয়নি।

ইন্তেকাল: মুগিরা বিন নওফল র. এর সাথে বৈবাহিক বন্ধনে থাকা অবস্থায় তাঁর ইন্তেকাল হয়ে যায়।

সূত্র: মুসনাদে আহমদ, আল ইসাবাহ, আল ইস্তিয়াব

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ