রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

আস্তে আস্তে শিক্ষার্থীদের গাইড বিমুখ করতে হবে: মুফতি আশরাফুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

বেফাকের  ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় প্রশ্ন কঠিন হওয়া একটি কথা ওঠার পর শিক্ষার্থীদের গাইড নির্ভরতা এবং এর ফলে যোগ্যতায় ঘাটতির বিষয়টি নতুন করে আলোচনা তৈরি করেছে। এ নিয়ে আবারো সচেতনতা বৃদ্ধির প্রতি জোর দিয়েছেন শিক্ষাবিদ আলেমরা।

গাইড নির্ভরতার কারণে আকাবির আসলাফের আশঙ্কার বিষয়টি প্রকট হয়ে সামনে আসতে শুরু করেছে বলে মতামত দিয়েছেন অনেকে। শিক্ষাঙ্গনে এই সংকট, সমাধান ও মাদরাসাগুলোর দায়বদ্ধতা নিয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন রাজধানীর বসিলায় অবস্থিত জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শিক্ষাসচিব মুফতি আশরাফুজ্জামান।

তিনি বলেছেন, গাইড নির্ভরতার কারণে সবচেয়ে বড় যে ক্ষতিটি হচ্ছে তা হল গাইড পড়েই যোগ্যতা ছাড়াই শিক্ষার্থীরা ভালো নম্বর পেয়ে যাচ্ছে। একারণে আরেকটা সমস্যা তৈরি হচ্ছে তা হল সত্যিকারের যোগ্যতাসম্পন্ন ছাত্রদের খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়ছে।

আরো পড়ুন: ‘গাইড নির্ভর পড়াশোনা বন্ধে শিক্ষাবোর্ডের কঠোর হওয়া ছাড়া উপায় নেই’

‘বিষয়টি এভাবে চলতে থাকলে যোগ্যতাসম্পন্ন ছেলে তৈরি হওয়া কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ সবাই গাইড নির্ভর হয়ে পড়বে, কেউ মেইন কিতাবের দিকে যেতে চাইবে না। এভাবে চলতে থাকলে কিতাব এবং ফনের বিষয়ে যোগ্যতা সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া যাবে না’।

তিনি বলেন, বেফাকের সাবেক মহাসচিব আল্লামা আব্দুল জব্বার জাহানাবাদী রহ. তার সময়ে গাইড নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন।

‘বর্তমানেও শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের গাইড নির্ভরতা থেকে ফেরাতে প্রশ্নপত্রে গাইডের যে ধরন তা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। এছাড়াও তারা বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এভাবে আস্তে আস্তে শিক্ষার্থীদের গাইড থেকে বিমুখ করতে হবে’ বলেন তিনি।

তিনি আরো বলেছেন, ‘প্রশ্নপত্রে এবারত তরজমা এসবের উপর জোর দেওয়াও গাইড নির্ভরতা কমাতে সাহায্য করবে’। এই শিক্ষাবিদের মতে, ‘শিক্ষার্থীরা গড়ে উঠে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, তাই মাদরাসাগুলোকেও ব্যক্তিগতভাবে এ বিষয়গুলোতে জোর দিতে হবে’।

আরো পড়ুন: বলা যায় গাইড নির্ভরতার কারণে একটি প্রতিবন্ধী প্রজন্ম তৈরি হচ্ছে: মাওলানা জিকরুল্লাহ খান

-এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ