রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭


বিশেষ কবিতা ‘পাখির গান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রুমা খাতুন

দোয়েল কোয়েল ময়না
ধরেছে যে বায়না
করবে তারা গানের আসর
বাজবে কত বাজনা।

তাই শুনে সভায় এসে
চড়ুই দিল নাচন
বক ঐ উঠে বলল
আমি বাজাব ঢোল।

এমন সময় বাজপাখি এলো
ঝি ঝি শব্দে
ওমনি যেন সুর বেজে উঠল
গানের মঞ্চে।

টিয়া দিল গানের সুর
সারেগামাপা
সব পাখিরা উঠে বলল,
ময়না হলো গানের রাজা।

ময়না এবার মঞ্চে উঠে
ধরল এক গান।
সেই গানে মাতোয়ারা হয়ে
কাক বলল "কা" "কা"
শালিক এবার উঠে বলল
গাইব গান আর
নাচব তা ধিন তা।
এমনি করেই কেটে গেল
তাদের গানের সভা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ