বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

ফিলিস্তিনিদের সাথে বর্ণবাদী আচরণ করছে ইসরাইল : অ্যামনেস্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ওপর বর্ণবাদী আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল যে সকল অপরাধ করছে তা বর্ণবাদের সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে এ আন্তর্জাতিক সংস্থাটি। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের এক নতুন প্রতিবেদনে বলেছে, ফিলিস্তিনিদের নিকৃষ্ট জাতি-গোষ্ঠীর মানুষ বলে মনে করে ইসরাইল। এমনকি বিভিন্ন মানবাধিকার সংস্থাও জানিয়েছে যে ফিলিস্তিনিদের ওপর ইসরাইল যে সকল অপরাধ করছে তা বর্ণবাদের আওতাভুক্ত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে ওই সকল সংস্থার মূল্যায়নকেও সংযুক্ত করা হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতায় মঙ্গলবার প্রকাশিত ওই ২৮০ পৃষ্ঠার প্রতিবেদনে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নির্যাতনের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ওপর কিভাবে তাদের আধিপত্য বিস্তার করে এবং অত্যাচার-নিপীড়ন চালায় তার তথ্য প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে।

এ প্রতিবেদনে ইসরাইলের বিভিন্ন প্রকার অত্যাচারের তথ্য প্রকাশ করা হয়েছে। যেমন: জমি ও সম্পত্তি জোর করে দখল করা, অবৈধ হত্যাকাণ্ড, জোর করে অন্যত্র স্থানান্তর, চলাচলের ওপর নিষেধাজ্ঞা, প্রশাসনিক আদেশে আটকে রাখার মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালাচ্ছে ইসরাইল। এছাড়া ফিলিস্তিনিদের নাগরিকত্ব ও জাতীয়তা হরণ করারও অভিযোগ আছে।

আন্তর্জাতিক আইন অনুসারে ইসরাইলের এসব কর্মকাণ্ড বর্ণবাদের অন্তর্ভুক্ত। এ সকল অপরাধকে মানবতাবিরোধী ও বর্ণবাদী অপরাধ বলে মনে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সূত্র: আল-জাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ