রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

বগুড়া জামিল মাদরাসায় শুরু হয়েছে দাওয়াতুল হকের ইজতেমা: থাকছেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আল জামিয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম বগুড়া জামিল মাদরাসায় আজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা। চলবে বাদ আসর পর্যন্ত।

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর সভাপতি, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও জামিল মাদরাসার মোহতামীম মুফতি আরশাদ রাহমানী’র সভাপতিত্বে আয়োজিত এই ইজতেমায় উপস্থিত থাকছেন আল হাইআতুল উলয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মহাপরিচালক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, মাসিক আল জামিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর আল্লামা মাহমুদুল হাসানসহ দেশ বরণ্যে ওলামায়ে কেরাম।

ইজতেমায় ইতোমধ্যে কয়েক হাজার ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন জানিয়ে জামিল মাদরাসা শিক্ষক মুফতি শফিকুল ইসলাম আওয়ার ইসলামকে জানান, উত্তরবঙ্গের প্রায় ১৬টি জেলার তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ-এর অন্তর্ভূক্ত মাদরাসাগুলো থেকে ইতোমধ্যে ওলামায়ে কেরামের ঢল নেমেছে দাওয়াতুল হকের আজকের ইজতেমায়। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন।

‘জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতের সৌরভ ছড়িয়ে দিতে এই ইজতেমার আয়োজন। এখানে সুন্নত মোতাবেক প্র্যাক্টিক্যালি আজান, একামত, নামাজ ও দ্বীনের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ