শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

সৌদি আরবে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারী ফুটবল লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম:।।

সৌদি আরবে প্রথমবারের মতো নারী ফুটবল লীগ শুরু হতে যাচ্ছে। সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ) গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে।

সৌদির গণমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদন সূত্রে জানা যায়, সৌদির এই নারী ফুটবল লীগ আঞ্চলিক দুই পর্বে বিভক্ত হয়ে লীগের প্রথম পর্ব মাঠে নামবে আগামী ২২ নভেম্বর। প্রথম পর্বে খেলবে ১৬টি দল। এর মধ্যে রিয়াদের ছয়টি, জেদ্দাহ’র ছয়টি এবং দাম্মামের চারটি দল রয়েছে।

১৬ টি অংশগ্রহণকারী ক্লাব হল: আল-তাহাদি, সামা, আল-হিমা, আল-সেহাম আল-জারকা এবং আল-ইয়ামামাহ (মধ্য অঞ্চল)- আল-আসেফাহ, নসুর জেদ্দা, ইত্তিহাদ আল-কুয়া, আল-কোরা আল-মোশতায়েলাএবং আল-লেইথ আল-আবিয়াদ (পশ্চিমাঞ্চল) – শোল্লা আল-শারকিয়া, আল-মামলাকা আল-নিসায়ী, আল-ওয়াহা এবং ইত্তিহাদ আল-নসূর (পূর্বাঞ্চল)।

আঞ্চলিক পর্বের খেলা শেষে আগামী বছর জেদ্দায় অনুষ্ঠিত হবে লিগের চূড়ান্ত পর্ব বা নকআউট রাউন্ড, যার নাম দেওয়া হয়েছে কিংডম ফাইনাল চ্যাম্পিয়নশিপ।

সৌদি ফুটবলের জন্য একে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেন এসএএফএফ’র বোর্ড অব ডিরেক্টরসের প্রেসিডেন্ট ইয়াসের আল মিসেহাল।

ফেডারেশনে নারী ফুটবলের জন্য একটি বিভাগের উদ্বোধন করেন তিনি। ইয়াসের আল মিসেহাল বলেন, আল্লাহর অনুগ্রহে এবং নারী ফুটবলের ক্ষেত্রে আমাদের বিজ্ঞ নেতৃত্বের সহযোগিতার কারণে আমরা আজকের এ অবস্থায় আসতে সক্ষম হয়েছি।

এদিকে, দেশটির নারী ফুটবল বিভাগের পরিচালক লামিয়া বিন বাহিয়ান বলেন, আমাদের বিজ্ঞ নেতৃত্বের সহযোগিতার কারণে আমাদের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। সম্মিলিত একাগ্রতা, লক্ষ্য ও ধিরস্থিরতার ওপর ভিত্তি করে আমরা নারী ফুটবলকে শীর্ষ পর্যায়ে নিয়ে যাবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ