বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

ভারতের কাসগঞ্জে মুসলিম হত্যার বিচার ও উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে: মাওলানা মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি উত্তরপ্রদেশের কাসগঞ্জে পুলিশ হেফাজতে ৮ বছর বয়সী আলতাফের মৃত্যুতে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্য সরকারের কাছে দাবি করেছেন, উচ্চ আদালতে এ হত্যার তদন্ত ও বিচার করতে হবে।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মীদের বিচারের আওতায় আনা উচিত এবং মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত।

মাওলানা মাদানি উত্তরপ্রদেশে ধারাবাহিক পুলিশ এনকাউন্টার এবং পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা উল্লেখ করে বলেছেন, এই সমস্ত ঘটনাগুলি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি দ্বারা তদন্ত করা উচিত।

উল্লেখ্য, গতকাল রোববার জমিয়ত উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হাকিমুদ্দিন কাসেমির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাসগঞ্জে গিয়ে ডিএম হর্ষ মাথুর ও এসপি বুট্রে রোহান প্রমোদের সঙ্গে দেখা করে আলতাফের বিচার দাবি করেন। একই সময়ে জমিয়তের প্রতিনিধি দল বাড়ি গিয়ে আলতাফের বাবা চাঁদ মিয়াঁ ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন। তাদের প্রতি সমবেদনা জানান। সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তার বাবা চাঁদ মিয়া জমিয়তে উলামায়ে হিন্দের কাছে আবেদন করেন, তারা যেনো তার পক্ষে মামলা লড়েন। জমিয়তে উলেমা-ই-হিন্দের মহাসচিব মাওলানা হাকিমুদ্দিন কাসমী ছাড়াও জমিয়তে উলেমা-ই-হিন্দের সংগঠক মাওলানা মুহাম্মদ ইয়াসিন জাহাজী, জমিয়তে উলেমা-ই-হিন্দের সহসভাপতি ডাঃ আজহার আলী শেড, জমিয়তে উলেমা-ই-হিন্দের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ