রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান

সীরাতবিষয়ক ছড়াগ্রন্থ 'নবীর দেশে' বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাটহাজারী প্রতিনিধি: তরুণ লেখক ও ছড়াকার মুহাম্মদ এমদাদ উল্লাহর সীরাত বিষয়ক ছড়াগন্থ 'নবীর দেশে' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গত ২১ অক্টোবর (বৃহস্পতিবার) হাটহাজারী পৌরসভাস্থ বাংলাবাড়ি মিলনায়তনে মুহাম্মদ যুবাইর খান’র সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু তালেব বলেন, আমাদের শিশুদের বইপাঠে অভ্যস্থ ও উদ্বুদ্ধ করতে হবে। কারণ বই পড়ে কেউ দেওলিয়া হয় না। আর শিশুদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই তাদের হাতে ছড়া-গল্প ও আদর্শিক বই তুলে দিতে হবে।

তিনি আরও বলেন, জীবনে সফল হতে চাইলে প্রচুর বই পড়তে হবে, সাধনা করতে হবে। কারণ শুধু একাডেমিক পড়াশোনা আপনাকে পরিপূর্ণতা দিতে পারবে না। আমাদের পূর্ববর্তী লেখকদের লেখা আমাদের ডাকে। তারা লেখা আমাদের পড়তে বলে কিন্তু আমরা সাড়া দিই না।

No description available.

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাবাড়ির পরিচালক মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী বলেন, শিশুদের তিনটি বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এক. অর্থবহ সুন্দর নাম। দুই. আদর্শ শিক্ষার পরিবেশ। তিন. নিরাপদ প্রযুক্তি। আমরা যদি শিশুদের উক্ত তিনটি বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে পারি তাহলে আমাদের শিশুদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা সহজ হবে।

ছড়াগ্রন্থের লেখক মুহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, শিশুদের কোমল হৃদয়ে সিরাতের আলো ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তারা যদি বইটির মাধ্যমে নূন্যতমও আলোকিত হতে পারে, তবেই আমার এ শ্রম স্বার্থক হবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে রিফকা ফাউন্ডেশনের পক্ষ থেকে সিরাত বিষয়ক ছড়াগল্প 'নবীর দেশে' লেখায় এবং রিফকা ফাউন্ডেশনে বিশেষ অবদান রাখায় বইটির লেখক মুহাম্মাদ এমদাদুল্লাহকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তরুণ লেখক মাসউদুর রহমান চৌধুরী, ইবরাহীম নূর, হাবীব আনওয়ার, সালেহ খান বাবলু প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ