বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

এবার মিয়ানমারের ছায়া সরকারকে স্বীকৃতি দিলো ইইউও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে অং সান সু চির দলের ছায়া সরকারকে সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পার্লামেন্টে এক ভোটে বিকল্প এই সরকারকে সমর্থন দেয়। এর মাধ্যমে প্রথম কোনো আন্তর্জাতিক আইনগত সংস্থা ছায়া সরকারকে স্বীকৃতি দিলো।

ইইউর এই স্বীকৃতি মিয়ানমারের সামরিক সরকারের জন্য বিব্রতকর হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ফ্রান্সও ছায়া সরকারকে স্বীকৃতি দিয়েছিল।

মিয়ানমারে জেনারেল মিন অং হ্লাইংয়ের সামরিক সরকারকে এখন পর্যন্ত কেউ স্বীকৃতি দেয়নি। থাইল্যান্ডে বাস করা মিয়ানমারের নাগরিকদের প্রতিষ্ঠিত ‘দ্য ইরাবতী’ নামের একটি নিউজ ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

মিয়ানমারে গত ফেব্রুয়ারিতে অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে সামরিক সরকার। এরপর সু চির দল এনএলডির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হয়। এরপর দেশ জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সরকার যেমন বিরোধীদের ওপর আক্রমণ চালাচ্ছে, তেমনি বিরোধীরাও প্রশিক্ষণ নিয়ে সরকারি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।

গত বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টে পাস করা এক প্রস্তাবে বলা হয়, মিয়ানমারের জনগণের আইনগত প্রতিনিধি হিসেবে সিআরপিএইচ (পার্লামেন্টারি কমিটি রিপ্রেজেন্টিং পিডাংসু হুলুত্তা) ও এনইউজিকে (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট) সমর্থন দেওয়া হচ্ছে।

পার্লামেন্টে স্বীকৃতির প্রস্তাবের পক্ষে ৬৪৭ ভোট এবং বিপক্ষে পড়ে দুই ভোট। ৩১ জন অনুপস্থিত ছিলেন। এনএলডি এবং তাদের সমর্থক নৃতাত্ত্বিক বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধি নিয়ে ছায়া সরকার গঠন করা হয়েছে। গত সপ্তাহেই ছায়া সরকারকে স্বীকৃতি দেয় ফ্রান্সের সিনেট। পার্লামেন্টে এই প্রস্তাব পাস হলে ফ্রান্সই হবে প্রথম কোনো দেশ যারা ছায়া সরকারকে স্বীকৃতি দিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ