রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ

আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. হকের উপর আমৃত্যু অবিচল ছিলেন: ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন বাংলাদেশের ইসলামী অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। এদেশের ইসলামের বুকে যখন মুহুর্মুহু নাস্তিকেরা আঘাত করছিলো ঠিক তখনই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আগমন করেন। ইসলাম বিরোধী অপশক্তিদের সকল ষড়যন্ত্র পেরিয়ে তিনি হকের উপর আমৃত্যু অবিচল ছিলেন। তিনি ছিলেন লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ। তার ইন্তেকালে এদেশের ইলমি অঙ্গনে যে বিশাল শুন্যতা তৈরি হয়েছে তা সর্বদা অপূরণীয় থাকবে।

আজ শুক্রবার (২৭ আগষ্ট) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে শিবু মার্কেটস্থ আই.এ.বি মিলনায়তনে আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহ. স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির মুহতারাম সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন।

সভাপতি তার বক্তব্যে বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ) ছিলেন জ্ঞানের বাতিঘর। তার ইন্তেকালের পরও তার হাতে গড়া লক্ষ লক্ষ আলেমেদ্বীন এদেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। আগামীতে এদেশে ইসলামের বিরুদ্ধাচারণকারী অপশক্তিদের প্রতিবাদে তার প্রজ্ঞা,ঈমান এবং কর্মপন্থা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে।

বক্তব্য শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও প্রধান অতিথির দোয়া মোনাজাত এর মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশরাফ আলী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু বকর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আল-আমিন, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মাদ আলী, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসেন ও সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ