শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

১০ দিনের ব্যবধানে মারা গেছেন অন্তঃসত্ত্বা তিন চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ১০ দিনে প্রাণ হারিয়েছেন অন্তঃসত্ত্বা তিন চিকিৎসক। মারা যাওয়া তিন জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন দুইজন এবং করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ আজ শনিবার (৩১ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ১৬তম ব্যাচের শিক্ষার্থী ডা. আলিজা আয়েশা। তিনি ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা।

ডা. জারিন তাসনীম রিমি

গত ২২ জুলাই করোনার উপসর্গ নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নবম ব্যাচের ছাত্রী ডা. জারিন তাসনীম রিমি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. জারিন তাসনীম রিমি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ৪২ বিসিএসের ভাইভা পরীক্ষাও দিয়েছিলেন।

তিন দিনের জ্বর নিয়ে ভর্তি হাসপাতালে হন তিনি। পরের দিন সকালে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

ডা. হালিমা আকন্দ

গত ২০ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪২তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ডা. হালিমা আকন্দ।

ডা. হালিমা আকন্দের ব্যাচমেট ডা. আনিস বিন আবদুর রাজ্জাক জানান, ডা. হালিমা আকন্দ ইবনে সিনা মেডিকেল কলেজের ৭ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন৷ ২০১৬ সালে তিনি এমবিবিএস পাশ করেন৷ এরপর ২০২১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগে রেসিডেন্ট হিসেবে যোগদান করেন৷

পারিবারিক সূত্র জানায়, ৪২তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষাও অংশ নিয়েছিলেন ডা. হালিমা আকন্দ। তিনি করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে অন্তঃসত্ত্বা ডা. হালিমা আকন্দের গর্ভজাত শিশু প্রিমেচিউরিটির জন্য NICU তে মারা যায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ