শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

দু’ডোজ টিকায় মৃত্যুঝুঁকি কমে ৯৮ শতাংশ: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার দুই ডোজ টিকা এ ভাইরাসে আক্রান্ত রোগীকে মৃত্যুর হাত থেকে প্রায় ৯৮ শতাংশ সুরক্ষা দেয়। সেখানে এক ডোজ সুরক্ষা দেয় প্রায় ৯২ শতাংশ। পাঞ্জাব পুলিশের ওপর পরিচালিত একটি গবেষণার বরাত দিয়ে ভারত সরকার গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাঞ্জাব সরকারের সঙ্গে যৌথভাবে এ গবেষণা চালিয়েছে চণ্ডীগড়ের পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ।

সরকারি গবেষণা প্রতিষ্ঠান এনআইটিআই আয়োগের সদস্য (স্বাস্থ্য) ডা. ভি কে পল গবেষণা থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করে বলেন, করোনার টিকা নেননি এমন ৪ হাজার ৮৬৮ জন পুলিশ সদস্যের মধ্যে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। অর্থাৎ টিকা গ্রহণ না করা পুলিশ সদস্যদের মধ্যে মৃতের হার প্রতি হাজারে ৩.০৮।

ভি কে পল এক সংবাদ সম্মেলনে আরও জানান, বিপরীতে ৩৫ হাজার ৮৫৬ জন এক ডোজ টিকা গ্রহণকারী পুলিশ সদস্যের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। অর্থাৎ টিকা নেওয়া পুলিশ সদস্যদের মধ্যে করোনায় মৃতের হার প্রতি হাজারে ০.২৫। আর দুই ডোজ টিকা নেওয়া ৪২ হাজার ৭২০ জন পুলিশ সদস্যের মধ্যে করোনায় মারা গেছেন মাত্র দুজন। সে হিসাবে দুই ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে মৃতের হার প্রতি হাজারে ০.০৫।

ভি কে পল বলেন, পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে আছেন। তাদের মধ্যেই এ গবেষণা চালানো হয়েছে। গবেষণা ফলাফলে দেখা গেছে, যারা এক ডোজ টিকা নিয়েছেন, তাদের মধ্যে করোনায় মৃত্যুর আশঙ্কা কমে গেছে ৯২ শতাংশ এবং দুই ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে আশঙ্কা কমেছে ৯৮ শতাংশ।

এই গবেষক আরও বলেন, এ রকম গবেষণা ও সেগুলো থেকে পাওয়া ফলাফল এটাই দেখাচ্ছে যে টিকা গুরুতর অসুস্থ হওয়া ও মৃত্যুর ঝুঁকিকে হ্রাস করে। তাই টিকার কার্যকারিতায় আস্থা রাখা প্রয়োজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ