রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক  শিক্ষার্থীদের সততার চর্চা করতে হবে: ড. সালেহউদ্দিন আহমেদ অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান

শরিয়াহ আইন আরও জোরদার করছে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামি শরিয়াহ আইন আরও জোরদার করতে যাচ্ছে মালয়েশিয়া। এ লক্ষ্যে দেশটির সরকারের একটি টাস্কফোর্স আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম অবমাননা আর সমকামী জীবনযাত্রা সংক্রান্ত পোস্ট বন্ধে এই পদক্ষেপ নিতে যাচ্ছে মালয়েশিয়া।

মুসলিম সংখ্যা গরিষ্ঠ মালয়েশিয়ার ইসলামি আইনানুযায়ী বিকৃতকাম আর সমকামিতা অবৈধ। যদিও এ সব অপরাধে শাস্তির ঘটনা দেশটিতে বিরল।

চলতি বছরের জুনে লেসবিয়ান, গে, বাই-সেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রাইড মাস চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দেওয়ার প্রতিক্রিয়ায় এই শরিয়াহ আইনে সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমদ মারজুক শারি এক বিবৃতিতে জানিয়েছেন।

দেশটির ৩২০ লাখ জনসংখ্যার মধ্যে ৬০ শতাংশই মালয় মুসলিম সম্প্রদায়ের। দেশটিতে দুই ধরনের আইনি ব্যবস্থা প্রচলিত আছে। মুসলামদের জন্য রয়েছে ইসলামি শরিয়াহ আইন। পাশাপাশি সিভিল আইনও দেশটিতে বিদ্যমান।
আহমদ মারজুক জানান, যদি কোনো  মুসলিম ‘ইসলাম ধর্মের অবমাননা’ করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বলে আইন সংশোধনীতে প্রস্তাব দেওয়া হয়েছে।

এছাড়া ইন্টারনেটের মাধ্যমে শরিয়াহ বিরোধী কোনো কাজ করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইন সংশোধনীতে।

সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়ায়  লেসবিয়ান, গে, বাই-সেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের ব্যাপারে প্রকাশে আলোচনা চলায় সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৯ সালে আন্তর্জাতিক নারী দিবসে সমকামীরা সমাবেশ করলে এর নিন্দা জানিয়েছিলেন মালয়েশিয়ার একজন মন্ত্রী আর মুসলিম দলগুলো।

ওই বছরের শেষের দিকে সমকামিতার অভিযোগে পাঁচ ব্যক্তিকে কারাদণ্ড, জরিমানা আর বেত্রাঘাতের শাস্তি দেন দেশটির আদালত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ