রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

মার্কিনিদের বিরুদ্ধে তালেবানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন আল-জাজিরাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন, ‘১১ সেপ্টেম্বরের পরেও মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেনা রাখে, তাহলে তালেবানও পাল্টা-ব্যবস্থা গ্রহণ করবে। কারণ, এ সময়ের মধ্যে মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের কথা ছিল। শুক্রবার আল-জাজিরা এসব তথ্য প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা সংবাদ সংস্থা এপিকে বলেছেন, মোটামুটি ৬৫০ মার্কিন সেনাদের একটি দল আফগানিস্তানে থেকে যাবে। সকল বিদেশী সেনা চলে যাবার পরও এসব সেনারা যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সুরক্ষার জন্য আফগানিস্তানে থেকে যাবেন।

আফগানিস্তানে ২০ বছর ধরে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখার পর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনাদের এখন দেশে ফিরিয়ে নিবে। কাতারে তালেবানের সাথে করা এক চুক্তির আওতায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। কাতারের রাজধানী দোহায় ২০২০ সালের ফেব্রুয়ারিতে তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ চুক্তি হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আফগান যুদ্ধই সবচেয়ে দীর্ঘকালীন যুদ্ধ। এ দীর্ঘ যুদ্ধের অবসানেই ওই চুক্তিটি করা হয়েছে।

এপির ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কাতারের রাজধানী দোহায় সুহাইল শাহিন আল-জাজিরার ওসামা বিন জাভেইদকে বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেয়, তাহলে মনে করা হবে যে তারা চুক্তি ভঙ্গ করছেন।

সুহাইল শাহিন বলেন, ‘আমরা দোহায় চুক্তি করেছি। ১৮ মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পর আমরা এ চুক্তিতে স্বাক্ষর করি। ওই চুক্তি অনুসারে তারা রাজি হয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে তারা আফগানিস্তান থেকে তাদের সকল সেনা, পরামর্শক ও ঠিকাদারদের প্রত্যাহার করবেন।’

তিনি আরো বলেন, ‘এখন যুক্তরাষ্ট্র যদি তাদের সকল সেনাদের ফিরিয়ে না নেয়, তাহলে আমি মনে করি এটা পরিষ্কারভাবে দোহা চুক্তিকে লঙ্ঘন করবে। যদি তাদের সেনারা আফগানিস্তানে থাকে, তাহলে আমি এটাকে অব্যাহত দখদারিত্বের প্রতীক হিসেবে বিবেচনা করব। এর মাধ্যমে তারা যেহেতু দোহা চুক্তিকে লঙ্ঘন করবে, তাই তালেবানেরও অধিকার আছে পাল্টা-ব্যবস্থা নেয়ার।’

এর মাধমে তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এমন ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন সেনারা যদি আফগানিস্তানে অবস্থান করে, তাহলে তালেবান তাদের আক্রমণ করবে। সূত্র: আল-জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ