শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই ও সিদ্ধান্ত খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক

ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান ইয়াসির আরাফাতের স্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন কর্তৃপক্ষের সমালোচক নিজার বানাত হত্যাকাণ্ডে দেশটির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান করেছেন সুহা আরাফাত।

সামা নিউজ এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ, পিএলও (ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন) ও ফাতাহ দলের প্রধান মরহুম ইয়াসির আরাফাতের স্ত্রী সুহা আরাফাত শুক্রবার এ আহ্বান জানান।

ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ স্তেয়েহকে পদত্যাগের আহ্বান জানিয়ে সুহা আরাফাত বলেন, ‘মোহাম্মদ স্তেয়েহ তোমাকে ধিক্কার জানাই। এ ব্যক্তিকে (মোহাম্মদ স্তেয়েহ) আমি ছোটবেলা থেকেই চিনি। যখন আমার মা রক্তের মধ্যে পড়ে থাকা অবস্থায় মোহাম্মদ স্তেয়েহের জীবন বাঁচাতে চেষ্টা করছিলেন তখন থেকে তাকে আমি চিনি। ওই সময় বিরজেইত বিশ্ববিদ্যালয় এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে মারাত্মকভাবে আহত ছিলেন মোহাম্মদ স্তেয়েহ।’

তিনি বলেন, ‘এটা খুবই লজ্জাজনক যে নিজার বানাতকে তোমার আমলে হত্যা করা হয়েছে। এটা ইতিহাসে লেখা হবে যে তুমি দায়িত্বে থাকার পরেও নিজারকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। যদিও তুমি এ হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত নও।’

তিনি আরো বলেন, এখন পদত্যাগ করাই তোমার জন্য ভালো। এখন তুমি পদত্যাগ করলে বর্তমান মধ্যপ্রাচ্যের ইতিহাসেও তোমার শাসনকাল ভালো ছিল বলে লিপিবদ্ধ থাকবে।

সুহা আরাফাত মাল্টার প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত তুলে ধরে বলেন, মাল্টায় এক সাংবাদিক নিহত হওয়ার জেরে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এ পদত্যাগের মাধ্যমে তিনি নিজের প্রতি ও নিজের দেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কারণ, সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগই শ্রেয় বলে মনে করেছেন তিনি।

সূত্র: মিডলইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ