রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান ইয়াসির আরাফাতের স্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন কর্তৃপক্ষের সমালোচক নিজার বানাত হত্যাকাণ্ডে দেশটির প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান করেছেন সুহা আরাফাত।

সামা নিউজ এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষ, পিএলও (ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন) ও ফাতাহ দলের প্রধান মরহুম ইয়াসির আরাফাতের স্ত্রী সুহা আরাফাত শুক্রবার এ আহ্বান জানান।

ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ স্তেয়েহকে পদত্যাগের আহ্বান জানিয়ে সুহা আরাফাত বলেন, ‘মোহাম্মদ স্তেয়েহ তোমাকে ধিক্কার জানাই। এ ব্যক্তিকে (মোহাম্মদ স্তেয়েহ) আমি ছোটবেলা থেকেই চিনি। যখন আমার মা রক্তের মধ্যে পড়ে থাকা অবস্থায় মোহাম্মদ স্তেয়েহের জীবন বাঁচাতে চেষ্টা করছিলেন তখন থেকে তাকে আমি চিনি। ওই সময় বিরজেইত বিশ্ববিদ্যালয় এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে মারাত্মকভাবে আহত ছিলেন মোহাম্মদ স্তেয়েহ।’

তিনি বলেন, ‘এটা খুবই লজ্জাজনক যে নিজার বানাতকে তোমার আমলে হত্যা করা হয়েছে। এটা ইতিহাসে লেখা হবে যে তুমি দায়িত্বে থাকার পরেও নিজারকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। যদিও তুমি এ হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত নও।’

তিনি আরো বলেন, এখন পদত্যাগ করাই তোমার জন্য ভালো। এখন তুমি পদত্যাগ করলে বর্তমান মধ্যপ্রাচ্যের ইতিহাসেও তোমার শাসনকাল ভালো ছিল বলে লিপিবদ্ধ থাকবে।

সুহা আরাফাত মাল্টার প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত তুলে ধরে বলেন, মাল্টায় এক সাংবাদিক নিহত হওয়ার জেরে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এ পদত্যাগের মাধ্যমে তিনি নিজের প্রতি ও নিজের দেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কারণ, সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগই শ্রেয় বলে মনে করেছেন তিনি।

সূত্র: মিডলইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ