শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬


স্বামীর ফোনে অন্য মেয়ের ছবি দেখে স্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ভারতের ঝাড়কাণ্ড প্রদেশের এক গৃহবধূ স্বামীর মোবাইলে অপর এক মেয়ের ছবি দেখে আত্মহত্যা করেছেন।

গতকাল সোমবার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮ টায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ব্রিজেশ পাসওয়ান এবং তাঁর স্ত্রী পরিতা দেবী তাদের মোবাইল ফোনে ছবি দেখছিলেন। এদিকে স্ত্রী একটি মেয়ের ছবি দেখে দুজনে তর্ক শুরু করলেন। তর্ক করার অল্প সময়ের মধ্যেই, পরিতা দেবী ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করেন।

স্বামী ব্রিজেশ ঘটনাটি আড়াল করে নিঃশব্দে স্ত্রীর চিতার আগুণে পুড়িয়ে দেন। এদিকে গ্রামবাসী বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ শ্বশুরবাড়ির লোকদের জিজ্ঞাসাবাদের লাশ হেফাজতে নিয়েছে ও ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।

সূত্র: রোজনামা পাকিস্থান থেকে অনুবাদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ