শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

মসজিদে নববির চিত্রাকর্ষক আরবি ক্যালিগ্রাফি সৌন্দর্যের অনন্য নজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি কাওসার আইয়ুব।। সৌদি আরব বিশ্বের মধ্যে ইসলামি যাদুঘরগুলির শীর্ষে থাকতে চায়। সৌদি আরবের এ সংকল্প ও অভিপ্রায় মসজিদে নববির ক্যালিগ্রাফির চাহিদাকে আরও বাড়িয়ে দিয়েছে। মসজিদে নববির এ দুর্লব ক্যালিগ্রাফির সৌন্দর্যে মুহিত হয় বিশ্বের মানুষ। এ আরবি ক্যালিগ্রাফির বিবর্তনই ঐতিহ্যের এ মহান প্রমাণ বহন করে আসছে।

এ প্রসঙ্গে একজন সৌদি বিশেষজ্ঞ বলেন, মসজিদে নববির দেয়ালের নকশাগুলি ১২৫৫ হিজরি থেকে ১২৭৭ হিজরির মধ্যবর্তী সময়ের স্থপতিদের আগ্রহের প্রতি নির্দেশ করে। তাদের নিত্যনতুন কাজগুলো দর্শনার্থীদের আগ্রহ আরো প্রবল করে দিয়েছিলো।

এ সমস্ত ক্যালিগ্রাফীগুলো বৈজ্ঞানিকভাবেও পরীক্ষিত। আজ এ অমূল্য সম্পদ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে ঐতিহ্যের প্রমাণ হিসেবে। কিছু কিছু নকশা খলিফা ও শাসকদের সময়ে করা হলেও বর্তমান কালের আধুনিক তৈরিকেও হার মানায়। অত্যাধুনিক ডিজাইনগুলো ধারণাই করা যায় না যে বহু বছর আগে করা হয়েছে।

সৌদি বিশেষজ্ঞের মতে, মসজিদে নববীর কিছু নকশা এখানকার ইতিহাসের অনেক জায়গার কথা বলে দেয়। যেমন হুজরা শরিফ এবং রওজা মুবারকের ভেতর কিছু সুতুন যার মধ্যে সুতুনে আয়শা, সুতুনে সারির, সুতুনে সাহাবা, সুতুনে আম ইত্যাদি অন্তর্ভুক্ত।

প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে, গম্বুজ ও দেওয়ালের ক্ষেত্রে এ অঙ্কনগুলি এমন ব্যক্তিত্বদের দ্বারা তৈরি হয়েছিল যারা সম্পূর্ণরূপে কুরআন রচনায় নিবেদিত ছিল। তারা তাদের জীবন উৎসর্গ করেছিলো এ কাজে।

এ প্রসঙ্গে সৌদি বিশেষজ্ঞ বলেন, এ ক্যালিগ্রাফিগুলি তৈরির পর আজ দেড় শতাব্দী পাড় হয়ে গিয়েছে, তবুও এ অঙ্কনগুলোর দিকে তাকালে মনে হয় এগুলি সবেমাত্র লেখা হয়েছে। এ থেকে ধারণা করা যায়, খাদেমুল হারামাইন শরিফাইন অর্থাৎ সৌদি সরকার এ ঐতিহাসিক সম্পত্তিকে অনেক বেশি রক্ষণাবেক্ষণ করেছেন ও এতে অনেক বেশি যত্নশীল হয়েছেন।

অদূর ভবিষ্যতে মসজিদে নববীর নকশাগুলি চিত্রশিল্পের এক অনন্য নজির হিসেবে ইতিহাস হয়ে থাকবে। সূ্ত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ