বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত একবাক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান: গাজী আতাউর রহমান

মুখের জড়তা সত্ত্বেও অনবরত কোরআন পড়ছে যে শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মুতাসিম বিল্লাহ মুজাহিদ। বয়স সর্বোচ্চ ৮ এর কোঠায়। মুখে রয়েছে জড়তা। বাংলা ভাষায় যাকে তোতলামি বলে। ঠিকমত কথা বলতে পারে না। বলতে পারে না নিজের নামও। কিন্তু যখন ঐশীগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করে। তখন অনবরত পড়ে চলে। সে কি সুন্দর, সুমধুর তেলাওয়াত। মন ভরে যায়। মুগ্ধ করে তোলে চারপাশ।

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন আয়োজিত পুষ্টি কুরআনের আলো নামক হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের একটি শিশুর কথা বলছি। অনুষ্ঠানের বিচারক যখন তার নাম জিজ্ঞেস করে তখন জড়তা থাকায় ঠিকমতো নাম বলতে পারেনি। কিন্তু তেলাওয়াতের জন্য যখন প্রশ্ন করা হলো  তখন অনবরত পড়ে চলে।

অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে ছিলেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মহাপরিচালক মাওলানা নেছার উদ্দিন আন নাসেরী। শিশুটির তেলাওয়াতে মুগ্ধ হয়ে তিনি এ সময় বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ‘আমার কালাম দেখি কে কত সুন্দর করে পড়তে পারে? শিশুটি তারই প্রমাণ দিয়েছে। শিশুটি এই কাজটুকু করেছে। সুন্দর করে তেলাওয়াত করেছে।’

অনুষ্ঠানের আরেকজন বিচারক মো. নাদির মাহমুদ। তিনি বলেন, ‘যে শিশু নিজের নামটি পর্যন্ত বলতে পারে না। সে কুরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করে, তখন অনবদ্যভাবে কোরআন তেলাওয়াত করে। তার মুখে যেটা আছে সেটা বোঝাই যায় না।

অনুষ্ঠানের আরেকজন বিচারক ছিলেন বিখ্যাত কারী আহমদ বিন ইউসুফ আল আযহারী। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো এত হাফেজে কোরআন বিশ্বের অন্য কোথাও আমি পাইনি। এটি আল্লাহ তায়ালার অসংখ্য নেয়ামত আমাদের প্রতি।’

অনুষ্ঠানে আরও বিচারক ছিলেন মুফতি রাফি বিন মুনির।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ