বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

কুড়িগ্রামে হেরোইনসহ আইনজীবী ও তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামে একজন আইনজীবীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তাদের তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন ও নগদ ১৩ হাজার ৪০২ টাকা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে তাদের বহনকারী একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) ভোরে জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিন বিকেলেই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কালে প্রফেসরপাড়ার মৃত ওসমান গনির ছেলে এবং জেলা জজ আদালতের আইনজীবী ও সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর আলমগীর হোসেন (৪২), একই ইউনিয়নের কালে এলাকার মৃত মাহবুব জামান তোতার ছেলে আসাদুজ্জামান সবুজ (২৩) ও ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মৃত নাজমুল হকের ছেলে মোস্তাক হোসেন (৪২)।

পুলিশ জানায়, একটি মটরসাইকেলে ওই তিনজন ধরলা সেতুর দিক থেকে আদর্শ পৌরবাজারের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেনারেল হাসপাতালের সামনে তাদের আটক করা হয়। মটরসাইকেল চালাচ্ছিল আসাদুজ্জামান সবুজ। আর তল্লাশি চালিয়ে আইনজীবী আলমগীর হোসেনের কাছে মাদক বিক্রির ১৩ হাজার ৪০২ টাকা এবং মোস্তাক হোসেনের কাছে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, এ ঘটনায় এসআই জিয়াউর রহমান বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ