বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

কবি মহিউদ্দিন আকবর : আওয়ার ইসলামে দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

বিশিষ্ট কবি, ছড়াকার ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ এপ্রিল) বিশিষ্ট এই কবির জানাজা শেষে জনপ্রিয় অনলাইন পোর্টাল আওয়ার ইসলামের অডিটোরিয়ামে কবির স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় তার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন স্বপ্নচারী লেখক সাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন।

দোয়া পূর্ব আলোচনায় মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, আমরা সংক্ষিপ্ত তেলাওয়াত করবো। সামনে রমজান। রমজানেও কবি মহিউদ্দিন আকবরের জন্য নিয়মিত দোয়া করবো।

দোয়া অনুষ্ঠানে স্বপ্নচারী লেখক সাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুলল আবেদীন ছাড়াও আরো উপস্থিত ছিলেন,শীলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাসউদুল কাদির, মারকাযুল মায়ারিফের মুফতী আবু বকর সাদী, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, আল কারিমের নির্বাহী সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, দারুল উলুম রামপুরার শিক্ষক মাওলানা জামিল আহমদ, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ, কলি সাহিত্য পরিষদের চেয়ারম্যান মুফতি আহসান শরিফ প্রমুখ।

এর আগে আজ বুধবার (৭ এপিল) রাত ৩ টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি, ছড়াকার ও নজরুল গবেষক মহিউদ্দিন আকবর।

জানা যায়, গতকাল জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো তাকে। দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল চতুর্থ বারের মত হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কবি মহিউদ্দিন আকবর একজন ছড়াকার, লেখক ও নজরুল গবেষক। কিন্তু তার আরেকটি পরিচয় হলো তিনি একজন মুক্তিযোদ্ধাও। মুক্তিযুদ্ধের একদম শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে তিনি তার ভাই, চাচাসহ একাধিক আপনজনকে হারিয়েছেন।

কবি ও ছড়াকার মহিউদ্দিন আকবরের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে তার মাগফেরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে। বিশিষ্ট এই কবির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন দেশের প্রথিতযশা আলেম কবি শিল্পী সাহিত্যিকগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ