বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

লকডাউন বাড়বে কিনা, সিদ্ধান্ত বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউনের সময় বৃদ্ধি করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার; জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (৫ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান। মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি আরও জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেখি আমরা কী হয়। মানুষকে কো-অপারেট করতে হবে। আপনারা তো বার বার বলছেন। কিন্তু এখনো সেটা দেখছি না। সবাই যদি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না।

লকডাউনে সব মন্ত্রণালয় খোলা থাকবে কিনা-কত উপস্থিতি এসব বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা বলে দিয়েছি কমফোর্ট অনুযায়ী কমানোর জন্য। অফিস চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু থাকবে। রমজানে উপস্থিতির বিষয়ে তিনি বলেন, দেখি আমরা ৫ থেকে ৭ দিন পর কী অবস্থা হয়। বৃহস্পতিবার আমরা রিভিউ করবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

এদিকে, সোমবার সকালে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ সময় তিনি বলেন, লকডাউন কার্যকর করতে সবাইকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া আছে। করোনার টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ হবে না জানিয়ে স্বাস্থ্যের ডিজি আরও জানান, করোনার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে ৮ই এপ্রিল।

এছাড়া সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, গণপরিবহণ বন্ধ এবং অফিস সীমিত লোকবল দিয়ে পরিচালনা করায় পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে। এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। রমজানে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস খোলা থাকবে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ