বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

নিবার্চন নিয়ে সংঘর্ষ, নৌকার দুই সমর্থককে পিটিয়ে আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার আমতলীতে আসন্ন ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে নৌকার দুই কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ৯টায় উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউপি কাযার্লয়ে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আব্দুর রহমান (৪০) ও আবুল কালামের স্ত্রী রাবেয়া বেগম (৩০)।

জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় ইউপি কাযার্লয় সংলগ্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের (আনারস) সমর্থকরা দা, রামদা ও বাঁশের লাঠি নিয়ে নৌকা মার্কার নিবার্চনী অফিস খোলার সময় আব্দুর রহমানকে কুপিয়ে আহত করে। এরপর ওখান থেকে তারা নৌকার অপর কর্মী আবুল কালামের বাড়ি গিয়ে তাকে খুঁজে না পেয়ে স্ত্রী রাবেয়াকে পিটিয়ে আহত করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহাদৎ হোসেন বলেন, আহত দু’জনকে যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, এটি নিবার্চনী সহিংসতা নয়। বরং পারিবারিক দ্বন্দ্ব। আমার কোনো সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আমাদের শুধু শুধু দোষারোপ করা হচ্ছে।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেলী পারভীন মালা বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আমার কর্মী আব্দুর রহমান ও আরেক কর্মী আবুল কালামের স্ত্রী রাবেয়াকে পিটিয়ে আহত করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, প্রাথমিক তদন্তে কুপিয়ে আহত করার সত্যতা পাওয়া যায়নি। তবে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ