রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

বইমেলায় আসছে আতাউর রহমান খসরু রচিত 'ডিসকাভার ইসলাম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বহুপ্রতীক্ষিত অমর একুশে বইমেলার সাঁইত্রিশতম আসর এবার ফেব্রুয়ারির পরিবর্তে ১৮ মার্চ শুরু হচ্ছে। চলবে ১৪ই এপ্রিল ২০২১ পর্যন্ত। বইমেলায় প্রকাশিত হচ্ছে আলেম সাংবাদিক আতাউর রহমান খসরু রচিত ‘ডিসকাভার ইসলাম’।

বইটি বাজারে আনছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘মুভমেন্ট পাবলিকেশন্স’। ৩০৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা; তবে প্রি-অর্ডার উপলক্ষে ৩১ মার্চ পর্যন্ত রকমারি, রাইয়ানশপসহ অন্যান্য অনলাইন বইবিক্রির প্রতিষ্ঠানগুলো ৩০% ছাড়ে ২৮০ টাকায় বিক্রি করছে বইটি।

ডিসকাভার ইসলাম সম্পর্কে মুভমেন্ট পাবলিকেশন্স কর্তৃপক্ষ জানায়, “ডিসকাভার ইসলাম বইয়ে কুরআন-হাদিসের আয়নায় জীবন পরিচালনার পাথেয় থেকে শুরু করে সভ্যতা-সংস্কৃতি, সৌন্দর্য, অর্থনৈতিক শিক্ষা, সামাজিক আচরণ- ইত্যাদি বিষয়ে সমকালীন প্রেক্ষাপটকে সামনে রেখে জ্ঞানগর্ভ আলোচনা করা হয়েছে।

বইটি এমনভাবে লেখা হয়েছে যেন এটি একজন মুসলিমের জন্য মেন্টর হিসেবে কাজ করে এবং ইসলামের বিভিন্ন ধাপ পর্যায়ক্রমে শিখতে এবং তা মানতে সহায়তা করে। এককথায় ইসলাম মূলত কী, জীবন পরিচালনার ক্ষেত্রে ইসলামের শিক্ষা কী- প্রশ্ন দু’টি সামনে নিয়ে ‘জীবন ও ইসলাম’ সম্পর্কে আপনাকে ভাবতে শেখাবে বইটি।”

লেখক ও সাংবাদিক আতাউর রহমান খসরু বর্তমানে দৈনিক কালের কণ্ঠে সহ-সম্পাদক পদে কর্মরত আছেন। জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ (মোহাম্মদপুর, ঢাকা) মাদরাসা থেকে ২০০৭ সালে দাওরায়ে হাদীস পাশ করেন এবং শরিয়াহ আইন নিয়ে উচ্চতর লেখাপড়া করেন ঢাকাস্থ চৌধুরীপাড়া দারুল কুরআন মাদরাসায়। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনার্স-মাস্টার্সও কমপ্লিট করেন। লেখেন গল্প, প্রবন্ধ ও অনুবাদ। বিভিন্ন মাসিকপত্রে সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে তিনি মাসিক রাহমানী পয়গাম লেখক সম্মাননা লাভ করেন।

তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে : ১. মুসলিম বর-কনে ইসলামী বিয়ে (অনুবাদ) ২. কারাগার নয় শান্তিময় পরিবার ৩. পশ্চিমা বুদ্ধিজীবীদের প্রতি খোলা চিঠি। (অনুবাদ) ৩. সভ্যতা-সংস্কৃতিতে ইসলামের অবদান (যৌথ, অনুবাদ) ৪. কোন নামে ডাকি তারে (অনুবাদ)।

বইটি অর্ডার করতে ভিজিট করুন-

https://bit.ly/3bVJeye (রকমারি ডটকম)

https://bit.ly/38KYITK (রাইয়ান শপ)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ