শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

বিশ্বসেরা তরুণ নেতার স্বীকৃতি পেলেন ক্রিকেট ও সংসদ সদস্য মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চ্যালেঞ্জিং ও সৃজনশীল কাজ করেন, ৪০-এর কম বয়সী এমন নেতাদের মধ্য থেকে প্রতি বছর ‘ইয়াং গ্লোবাল লিডার’-এর স্বীকৃতি দেয় সুইজারল্যান্ডভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এবার এই স্বীকৃতি পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ২০২১ সালের জন্য ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে মাশরাফি একজন।

তরুণ নেতাদের নির্বাচিত করা প্রসঙ্গে সংস্থাটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আমরা ২০২১ সালের জন্য ১১২ জন তরুণ নেতাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। একজন লিঙ্গ ন্যায়বিচারকারী ও মানবাধিকার কর্মী থেকে শুরু করে বহু পুরস্কার বিজয়ী শিল্পী, আদিবাসীদের পক্ষের আইনজীবী, বিশ্বের কনিষ্ঠতম দেশ থেকে একজন নেতা, ব্যবসায়িক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, স্বাস্থ্যসেবা ও সরকারি নেতারা আছেন এবারের তালিকায়।’

সংস্থাটি জানাচ্ছে, ‘মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের একজন ক্রিকেটার এবং ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। অবসরের আগ পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়কও ছিলেন। তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেটের বাইরে তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তার নিজ শহর নড়াইলের মানুষকে দারিদ্রতার বেড়াজাল থেকে বের করে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ভাবনা থেকে তিনি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। সেগুলো হলো- নাগরিকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও বিশেষ শিক্ষাব্যবস্থা সরবরাহ করা, একটি নৈতিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা শুরু করতে সাহায্য করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি, ক্রীড়া প্রশিক্ষণ প্রদান, চিত্রা নদীতে পর্যটন কেন্দ্র স্থাপন এবং নড়াইলকে তথ্য, প্রযুক্তি ও পরিবেশ বান্ধব শহরে রূপান্তর করা।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ