বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এতে ওই ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী সব যানবাহন প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে দীর্ঘদিন ধরে রয়েল কোচ নামে একটি পরিবহনের বাস চলাচল করছে। সম্প্রতি একই রুটে রয়েল বি.বাড়িয়া নামে আরেকটি পরিবহনের বাস সার্ভিস চালু হয়। রয়েল নাম ব্যবহার করায় রয়েল বি.বাড়িয়ার বিরোধিতা করে আসছিলেন রয়েল কোচ সংশ্লিষ্টরা। এ ছাড়া দুটি বাসের কাউন্টারও পাশাপাশি। বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই পরিবহনের লোকজন। এ দ্বন্দ্ব নিরসনে আজ শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।

বৈঠকের আগেই শনিবার রাতে বিশ্বরোড মোড়ে রয়েল কোচের চেকার মোর্শেদ, জসিম, মাসুদকে মারধর করেন রয়েল বি.বাড়িয়ার সিএনজি শ্রমিক নেতা আরব আলী বক্স, কাউসার, জুবায়েদ বক্স, বাবু, তারিকুল ইসলাম আপেল। এ ঘটনার পর উভয়পক্ষের সমর্থকরা মহাসড়কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। তখন একটি ট্রাকের গ্লাস ভাঙচুর করা হয়। এতে মহাসড়কের তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা গ্রেফতার আতঙ্কে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ মহাসড়ক থেকে দুই পক্ষকেই সরিয়ে দেয়। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ