বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’

ময়মনসিংহে নির্বাচনী সহিংসতায় আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ আল-আমিন
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পৌরসভার গোদারিয়া মাদরাসা সংলগ্ন বিএনপির নির্বাচনী অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এতে আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ গ্রামাউসের নির্বাহী পরিচালক মুহা. আব্দুল খালেকসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় বিএনপির দু’টি নির্বাচনী অফিস ভাঙচুর হয়।

জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় গোদারিয়া থেকে ফুলপুরের দিকে যাচ্ছিলেন। গোদারিয়া মাদরাসা সংলগ্ন বিএনপির নির্বাচনী অফিসে তখন মিটিং চলছিল। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ ও তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

আর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান ও উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেলসহ গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক ওই দিক দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কে বা কারা আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে গাড়িতে ঢিল ছোড়ে। পরে আব্দুল খালেক গাড়ি থেকে নামলে তিনি ও রাসেলসহ প্রায় পাঁচজন আহত হন।

এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল সহকারে বের হন। পরে তারা গ্রীন রোড ও হালুয়াঘাট রোডের আবুল বাসার আকন্দের বাসায় বিএনপির মেয়র প্রার্থী মুহা. আমিনুল হকের নির্বাচনী প্রধান অফিস ও গোদারিয়ার অফিস ভাঙচুর করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ