বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’

চার জেলায় ৯ জনে ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হত্যা মামলার রায়ে চার জেলায় ৯ জনে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার কুমিল্লা, ফেনী, কিশোরগঞ্জ ও পিরোজপুর এ আদেশ দেন আদালত।

এরমধ্যে কুমিল্লার নাঙ্গলকোটে সেনা সদস্য আবদুর রহমান হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন। মামলায় অপর এক আসামিকে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিরাজুল ইসলাম, জনি, উজ্জল মিয়া এবং প্রদীপ দাস। এছাড়া ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন আলী আক্কাছ।

আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জেল হাজতে রয়েছেন। শুধুমাত্র কারাদণ্ডপ্রাপ্ত আলী আক্কাছ পালাতক রয়েছেন। ২০১৬ সালে অক্টোবরে চাঁদপুরে নিজ বাড়িতে ফেরার পথে ট্রেনে ডাকাতের হাতে খুন হন বগুড়া সেনানিবাসে কর্মরত আব্দুর রহমান।

এদিকে, ফেনীর ফুলগাজী উপজেলায় অটোরিকশাচালক মুলকত আহম্মদ কালা মিয়া হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ফেনীর জেলা ও দায়রা জজ ড: বেগম জেবুন্নেছা এ আদেশ দেন। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৬ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। ২০১০ সালের নভেম্বর অটোরিকশা ছিনতাইকারীদের হাতে খুন হন কালা মিয়া।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্ত্রী রহিমা খাতুন ও শিশুপত্রকে হত্যার দায়ে নজরুল ইসলাম নামে একজনকে প্রাণদণ্ড দিয়েছে আদালত। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

এছাড়া পিরোজপুরের ইন্দুরকানীতে ২০১৮ সালে কে সি টেকনিক্যাল কলেজের অফিস সহকারী রেজাউল করিম হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ রায় দেন। দণ্ডিত হাসিবুল ইসলাম কাঞ্চন পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের আবু বক্কর বেপারীর ছেলে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ