বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’

‘ছাত্র জমিয়ত বাংলাদেশ’ তুরাগ থানার কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন তুরাগ থানার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৬ ফেব্রুয়ারী) শনিবার বাদ মাগরীব জামিয়া সুবহানিয়া মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান আলোচকের বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি মুহাম্মদুল্লাহ কাসেমী বলেন, ছাত্র জমিয়তের প্রথম স্লোগানই হচ্ছে ব্যক্তি গঠন। আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) ব্যক্তি গঠনের উপর সবচে বেশী গুরুত্ব দিতেন। তিনি বলতেন- ব্যক্তি গঠনের মধ্যে এটাও পড়ে ছাত্র তার ছাত্র জীবনে সিয়াসত চর্চা করবে মাদরাসার ভিতরেই উস্তাদদের তত্বাবধানে থেকে। আগামীতে ছাত্র যখন নেতৃত্বের আসনে বসবে তখন যেন তার পিছিয়ে আসতে না হয়। সে যেন সঠিক নেতৃত্ব দিতে পারে এজন্য ছাত্র জীবন থেকেই চর্চাটা শুরু করতে হবে।

তিনি বলেন, শিক্ষাজীবন শেষ হওয়ার পর যখন নেতা পর্যায়ের হয়ে যাবেন তখন আর শিখার সময় থাকবে না তাই শিক্ষাটা এখনই অর্জন করতে হবে। দিনের ২৪ ঘন্টা সময় রুটিনের মধ্যে এনে নিজের জীবনকে এখনই গঠন করতে হবে। নিজেকে একজন যোগ্য নেতৃত্বদানকারী হিসেবে গড়ে তুলতে হবে। এখন থেকেই ছাত্র জমিয়তের সাথে সম্পৃক্ত হতে হবে।

তুরাগ থানা ছাত্র জমিয়তের আহবায়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম তুরাগ থানার সিনিয়র সহ সভাপতি মুফতী শফিকুল ইসলাম কাসেমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতী শরিফুল ইসলাম কাসেমী, মুফতী নূর আলম কাসেমী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক মাহমুদ মোল্লা, আশরাফ আলী, ছোবহানিয়া ক্যাম্পাসের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান মানসুর, হোসাইন আহমদ, মনির হোসাইন প্রমুখ।

কাউন্সিলে আরিফুল ইসলামকে সভাপতি ও বায়জিদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ