বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’

ঢাকা দক্ষিণ জেলা ছাত্র জমিয়তের কাউন্সিল: সফিক সভাপতি, হারুন সম্পাদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা দক্ষিণ জেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নবাবগঞ্জের টিকরপুরস্থ জামিয়া মাহমুদিয়া মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ বলেন, একজন ছাত্রের কাছে ছাত্র জমিয়তের প্রত্যাশা আপনি যোগ্য হোন। যোগ্য হয়ে ইলমের ময়দানে মেহনত করুন, দাওয়াত ও তাবলীগের ময়দানে মেহনত করুন, রাজনৈতিক ময়দানে মেহনত করুন। ছাত্র জমিয়ত করেছে এমন বহু ব্যক্তি আছে আজকে বড় মুহাদ্দিস, বড় শায়খুল হাদীস। আমি আজ ঢাকা জেলা ছাত্র জমিয়ত কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আপনারা যোগ্য হয়ে রাজনীতির মাঠে আসুন। সমাজের নেতৃত্ব দিন। ইনশাআল্লাহ আগামীতে এই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা দক্ষিণ জেলার আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া মাহমুদিয়া টিকরপুর মাদরাসার প্রিন্সিপাল মুফতি জাকির হোসাইন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ। বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম নবাবগঞ্জ থানার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মুফতী হায়াত মাহমুদ জাকির, ছাত্রনেতা আকরাম হোসাইন, আবু রায়হান, সাইফুল্লাহ, শাব্বির আহমদ, ইসমাইল প্রমুখ।

কাউন্সিলে শফিকুল ইসলামকে সভাপতি, হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ঢাকা দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ