শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

সন্তানকে গলা কেটে হত্যা করলেন মানসিক ভারসাম্যহীন এক মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় তাইয়েবা ইসলাম মাওয়া নামে দেড় বছরের এক শিশুকন্যাকে দুধ খাইয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে মানসিক ভারসাম্যহীন এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভোলা থানা পুলিশ হত্যার কাজে ব্যবহার করা দাসহ হত্যাকারী মা তানিয়া বেগমকে (৩০) আটক করেছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেউয়াখালী গ্রামের মো. সবুজ সাজীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় কয়েকটি সূত্র জানায়, সকালের দিকে তানিয়া বেগম তার স্বামী সবুজ সাজীকে সকালের খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় রাজমিস্ত্রির কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। পরে তানিয়া বেগম তার দেড় বছরের শিশু তাইয়েবা ইসলাম মাওয়াকে বুকের দুধ খাওয়ান।

এর পর দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন। পরে স্থানীয়রা চিৎকার শুনে এসে গলাকাটা রক্তাক্ত শিশুটির লাশ ও লাশের পাশে তানিয়া বেগমকে দা নিয়ে দাঁড়িয়ে থাকাবস্থায় দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেন।

ভোলা মডেল থানার পরিদর্শক (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা খবর পেয়ে তানিয়া বেগমকে আটক করেছি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করেন। হত্যার কাজে ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় হত্যাকারীর স্বামী সবুজ সাজী বাদী হয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ