শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

খাসপর্দা করছি, আবার মিডিয়ায় ব্যাক করবো এমন চিন্তাই করি না: সুজানা জাফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর বলেছেন, খাসপর্দা করছি, আবার মিডিয়ায় ব্যাক করবো এমন চিন্তাই করি না। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন সুজানা জাফর।

জানা গেছে, অভিনয় বাদ দিয়ে তিনি এখন ব্যবসায়ী। শোবিজ দুনিয়াকে বিদায় জানিয়ে নিজের ফ্যাশন হাউজ ‘সুজানা’স ক্লোজেস’ নিয়ে ব্যস্ত সুজানা। সম্প্রতি শোনা যাচ্ছে দুবাইয়ে স্থায়ী হচ্ছেন সুজানা।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমি আসলে দুবাইতে সেটেলড না, আমার সুজানা’স ক্লোজেটের কালেকশনগুলো দুবাই থেকেই নিয়ে আসি। আর কিছু ফেব্রিকসে আমি নিজেই ডিজাইন করি। এখনো নিজেকে ডিজাইনার বলব না কারণ, আমি শুরু করেছি মাত্র তিন বছর হয়। হ্যা, ডিজাইন করতে আমার ভালো লাগে।’

মিডিয়াতে ফেরার সম্ভাবনা কী একেবারেই নেই? উত্তরে সুজানা জাফর বলেন, ‘না, আমি মন থেকে ছেড়েছি। কেউ আমাকে বলেনি, আমিই ছেড়েছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমি পর্দা করছি, তাই মিডিয়াতে ফেরার সম্ভাবনা নেই। পর্দা করে মিডিয়াতে কাজ করা কখনোই সম্ভব না। মিডিয়া মানেই আমাদের সব সময় মেকআপ, সাজগোজের ওপর থাকতে হয়। এটা আমি চিন্তাই করি না, আমি আবার মিডিয়াতে ব্যাক করব।’

ভক্তদের উদ্দেশে সুজানা বলেন, ‘আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দুই বছর হলো মিডিয়াতে কাজ ছেড়ে দিয়েছি। মানুষ এখনো আমাকে ভালোবাসে সেটা আমি বুঝি তাদের রেসপন্স, তাদের ম্যাসেজ, তাদের রেসপেক্ট দেখে। আমার কাছে মনে হচ্ছে, মানুষের কাছে আগের থেকে এখন বেশি রেসপেক্ট পাই।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ