সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাযাহেরি আর নেই আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার : প্রধান উপদেষ্টা বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শান্তি প্রতিষ্ঠা হবে: নূরুল ইসলাম বুলবুল প্রস্তুতি সম্পন্ন, রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট ফ্রান্সে মসজিদে ঢুকে মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা ভারতীয় মুসলিমদের পাকিস্তানিদের সঙ্গে তুলনা উচিত নয়: বিজেপি বিধায়ক মুফতী ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসা আটকে আছে কোথায়? মোদি ইসরায়েলের পক্ষে, ইসলাম-মুসলমানের শত্রু: মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে হাওরে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ

মাটির ময়না ছবির আনু মিডিয়া ছেড়ে ধর্মের পথে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন: ২০০২ সালে তারেক মাসুদের মাটির ময়না ছবির মুল চরিত্রে অভিনয় করা আনু ২০১৩ সালে মিডিয়া জগত ছেড়ে ধর্মের দিকে মনোনিবেশ করছেন।

গত রোববার অভিনয়ে জাতীয় পুরস্কার পাওয়া আনু সাথে সাক্ষাৎ করে তার বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মিডিয়া ছেড়ে আমি বেশ ভালো আছি। মিডিয়া জগতে অনেকেই আমার সাথে প্রতারণা করছে। আমাকে ব্যবহার তারা উপরে উঠছে কিন্তু তারা আমাকে উপরে উঠাননি।

কিন্তু মিডিয়ার রঙ্গিন জগত ছেড়ে এখন আমি বেশ ভালো আছি। ২০১৩ সালে আমি আল্লাহর রাস্তায় তাবলীগ জামাতের তিন চিল্লার সফর করি। রংপুরসহ বেশ কয়েকটি জেলাতে আমার সফর পরে। এ ছাড়াও অনেক বার তিন তিন করে জামাতে সময় দিয়েছি। কাকরাইলের মারকাজেও খেদমতে ছিলাম দশ দিন।

কমান্ডো মুভির বিষয় জানতে চাইলে তিনি বলেন, মিডিয়া সব সময়ে ইসলামকে হেয় করতে চায় তাই তারা এমন ছবি তৈরী করে। কমান্ডো ছবিতে কালেমার পতাকা নিয়ে যা করা হয়েছে তা অত্যন্ত ঘৃন্য ও নিন্দনীয়। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের এই ছবিটি বর্জন করতে হবে।

আনু বলেন, দ্বীনের পথে আসায় এখন আমি আর অযথা আড্ডা দেই না, গান শুনি না, ছবি দেখি না। সব ত্যাগ করেছি। এক প্রশ্নের উত্তরে জবাবে তিনি বলেন, কেউ এখন আর আমাকে প্রলোভন দেখিয়ে মিডিয়া নামক রঙ্গিল জগতে অন্তর্ভুক্ত করতে পারবে না। তবে কেউ যদি ইসলামী কন্টেন্ট তৈরীর জন্য প্রপোজ করেন তাহলে আনু প্রস্তুত আছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ