শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

এক নজরে পদ্মা বহুমুখী সেতু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বসলো পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের শেষ স্প্যান। এটি শুধু একটি সেতু নয়। এটি পদ্মার ওপারের মানুষের জীবন খেয়া, বাংলাদেশের আশার আলো। আসুন দেশের সর্ব বৃহৎ এ সড়ক প্রকল্প সম্পর্কে কিছু তথ্য জেনে আসি-

এক- পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

দুই- পদ্মা সেতুর ধরন দ্বিতল বিশিষ্ট। এই সেতু কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।

তিন- পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় (মূল সেতুতে তৃতীয় দফায় বাড়ানোসহ) ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

চার- ২০১৭-১৮ অর্থবছর পদ্মা সেতু প্রকল্পে সরকারের বরাদ্দ ৫২৪ কোটি টাকা।

পাঁচ- পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

ছয়- পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

সাত- এ সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

আট- পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে নিচ তলায়।

নয়- পদ্মা সেতুর প্রস্থ হবে ৭২ ফুট, এতে থাকবে চার লেনের সড়ক।

দশ- পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৬ দশমিক ১৫ কিলোমিটার।

এগারো- পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটর।

বারো- পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে (জাজিরা ও মাওয়া) ১৪ কিলোমিটার।

তের- পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটর।

চৌদ্দ- পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে এমন জনবলের পরিমাণ প্রায় ৪ হাজার।

পনের- পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১টি।

ষোল- পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা হবে ৬০ ফুট।

সতের- পদ্মা সেতুর পাইলিং গভীরতা হচ্ছে ৩৮৩ ফুট।

আঠারো- প্রতি পিলারের জন্য পাইলিং হবে ৬টি।

ঊনিশ- পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা ২৬৪ টি।

কুড়ি- পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ